‘বন্যার কারণে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা’

34a05584ec488965feb1ac71cb9e619f-59e84e2784279স্টকমার্কেট প্রতিবেদক :

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় ধান উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে এসব মত দেন বক্তারা। ‘বন্যা-২০১৭: পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক ওই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংলাপে পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, ‘দেশে বন্যা এখনও আছে। উত্তরাঞ্চলের বন্যার পানি দেরিতে নামার কারণে ধান উৎপাদন ব্যহত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা আছে। বন্যা কবলিত অনেক এলাকার মানুষ এখনও বাঁধের ওপর অবস্থান করছেন। এছাড়া বানারিচরে এখনও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে ধরনের প্রস্তুতি থাকার কথা তা সরকারের ছিল না। তবে এখন বাঁধ সংস্কারের নামে হরিলুট শুরু হবে।’

অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাঁধ নির্মাণে হরিলুট না হলেও লুট হবে।’

সংলাপে আরও উপস্থিত ছিলেন, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ফেলো মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *