বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট: বিবিএস

bbsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট। এ তথ্য জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত এক জনমত জরিপ প্রতিবেদন থেকে। জরিপটি চালাতে সহযোগিতা করেছে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি)।

সোমবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের ১১.২ শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে খুবই সন্তুষ্ট, ৪৫.৮ শতাংশ সন্তুষ্ট, ২৯. ৯ মোটামুটি সন্তুষ্ট এবং ১৩. ১ শতাংশ সন্তুষ্ট নয়।

জরিপ পদ্ধতি বিষয়ে বলা হয়, ৬টি মোবাইল অপারেটরের মাধ্যমে ফোন করে জরিপের কাজ করা হয়। সর্বমোট ১৯ হাজার ৬০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। শীত ও গ্রীষ্মকালে সন্তুষ্টির পার্থক্য আছে বলেও জরিপে বেরিয়ে এসেছে।

জরিপ ফলাফল অনুযায়ী, গ্রীষ্মকালে ৮৭.৪ সন্তুষ্ট, শীতে ৮৬.৯ শতাংশ মানুষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, ইপিআরসির চেয়ারম্যান শাহিন আহমেদ চৌধুরী, বিবিএস এর মহাপরিচালক আমীর হোসেন উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *