রেনউইক যজ্ঞেশ্বরের ১২ শতাংশ নগদ লভ্যাংশ

timthumb.phpস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেনউইক যজ্ঞেশ্বরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর কুষ্টিয়ায় রেনইউক রোডে অবস্থিত মিল প্রাঙ্গনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

২০১৫ সালের ৩০ জুন্ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৬১ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.০৮ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ঋণাত্মক ৩০.৬১ টাকা। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩ টাকা।

আগের বছর কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *