দর পতনের শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

westernস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর পতনের তালিকার শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। গত ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত সমাপ্ত সপ্তাহে জেড ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের দর কমেছে ৮. ৭৫ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১০ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের দ্বিতীয় স্থানে অবস্থান করছে টেক্সটাইল খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৫.৯১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৬ কোটি ২৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৫.৫৯ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৫ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের ৫.১২ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.০৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৮৮ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.৪৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৪২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪. ২০ শতাংশ এবং বাংলাদেশ ওয়েল্ডিংয়ের ৪.১১ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/মোদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *