শেয়ারবাজারে গতি ফেরাতে ৬০০০ কোটি টাকার তহবিল দাবি

BMBA_Logoনিজস্ব প্রতিবেদক :
শেয়ারবাজারে গতি ফেরাতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকা সহজশর্তে বিশেষ ঋণ তহবিল দাবি করছে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের মূলধনী লোকসানে থাকা গ্রাহকদের অর্থসহায়তা দিতে জন্য এ তহবিল চাওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর কাছে পৃথকভাবে এ-সংক্রান্ত লিখিত আবেদন করেছে সংগঠনটি।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিন আহমেদ জানান, তারা বিএমবিএর চিঠি পেয়েছেন। এ বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।

বিএমবিএ সূত্র জানায়, মূলধনী লোকসানে থাকা বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণ গ্রহণকারী গ্রাহকদের জন্য এ তহবিল চাওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক কোনো ব্যাংক বা ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানির সহযোগী কোম্পানি হলে এগুলোর মূল কোম্পানি প্রাতিষ্ঠানিক জামিনদার হতেও রাজি আছে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলো তহবিলের বিপরীতে সরকারকে বার্ষিক ৩ শতাংশ সুদ দিতেও সম্মত বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিশেষ ঋণ তহবিল কীভাবে মার্চেন্ট ব্যাংকগুলো ফেরত দেবে, সে বিষয়েও জানিয়েছে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন। বিএমবিএ বলেছে, বিশেষ ঋণ তহবিলের মেয়াদ হবে সাত বছর। প্রথম দুই বছর কেবল সুদ দেওয়া হবে। পরের বছরগুলোতে সুদসহ ২০ শতাংশ হারে আসল ফেরত দেওয়া হবে।

বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান গনমাধ্যমকে বলেন, শেয়ারবাজারে ব্যাপক তারল্য সংকট রয়েছে। ২০১১ সালের ধসের পর পুরনো বিনিয়োগকারীদের অনেকে মূলধনী লোকসানের শেয়ারে নতুন করে বিনিয়োগ করতে পারছেন না। বাজারে সার্বিকভাবে এক ধরনের স্থবিরতা কাজ করছে

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *