শেয়ারহোল্ডারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন : ইফাদ অটোসের কারখানা উদ্বোধন

image1নিজস্ব প্রতিবেদক :

শেয়ারহোল্ডারদের নিকট হতে নেওয়া অর্থ দিয়ে অশোক লেল্যান্ডের গাড়ী সংযোজন কারখানা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল ইফাদ অটোস। অপেক্ষার পালা শেষ করে উক্ত প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সাভার ধামরায়ে অবস্থিত নতুন প্রকল্পটির উদ্বোধন করেন অশোক লেল্যান্ডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ভিনোদ কে. দাসারী।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. হর্ষা বর্ধন শ্রীংলা, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক তাসফিন আহমেদ ছাড়াও বিভিন্ন বেসরকারী ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন সকাল ১০ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান ভিনোদ কে. দাসারী। এরপর সফর সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার যোগে ধামরাইতে যাবেন অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত ইফাদ অটোস লিমিটেডের গাড়ী সংযোজন কারখানায় যান। একদল সাংবাদিক নিয়ে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ২২১তম বোর্ড সভায় সাভার ধামরায়ে অবস্থিত নতুন প্রকল্পটির উৎপানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সর্বসম্মতিতে কোম্পানিটি আজ ২ ফেব্রুয়ারি হতে সাধারণ শেয়ারহোল্ডারদের অর্থায়ন এ প্রকল্পটির উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নেয়।

ডিএসই সূত্রে জানা যায়, এই প্রকল্পটিতে চলতি বছরের বাকি সময়ে ১ হাজার গাড়ী তৈরি করা সম্ভব বলে জানিয়েছে কোম্পানিটি। যা পরবর্তী বছরগুলোতে ৩ হাজার গাড়ী উৎপাদন করবে ইফাদ অটোস।

নতুন প্রকল্পটিতে বর্তমানের চেয়ে বেড়ে মোট গাড়ী উৎপাদনের পরিমাণ ১০ হাজারে দাঁড়াবে। এতে কোম্পানির টার্ণওভার ও মুনাফা বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।

ইফাদ অটোস শেয়ারবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করে। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *