সংকট নিরসনে ৬০০ কোটি ডলার নিচ্ছে পাকিস্তান

imfস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থনৈতিক সংকট দূর করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৬০০ কোটি ডলার অর্থ সহায়তা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান।

যদিও এ সহায়তার বিষয়ে এখনো আইএমএফের ব্যবস্থাপকদের অনুমতি লাগবে।

আগামী তিন বছরে পাকিস্তানকে এ আর্থিক সহায়তা দেওয়া হবে। কয়েক মাস ধরেই এ বিষয়ে দুই পক্ষের আলোচনা চলেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় এবং প্রবৃদ্ধি কমে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক সংকটে পাকিস্তান।

এক বিবৃতিতে আইএমএফ জানায়, নিষ্প্রভ প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি সমস্যা, ঋণে জর্জরিত ও আন্তর্জাতিক অর্থনীতিতে নাজুক পাকিস্তান একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার মধ্যে আছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *