ডিএসইতে সূচকের সাথে বেড়েছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন প্রথম দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন অন্যান্য সূচকের সাথে প্রধান সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১৯.২৬ পয়েন্ট বেড়ে ৪৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল রবিবার ডিএসইতে এই সূচক ৬.৯৩ পয়েন্ট বেড়ে ৪৭৭২ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৩ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ৪৩৪ কোটি ৯ লাখ টাকা টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩১৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২ টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ১২৪ টির। আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – আমান ফিডস, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনাইটেড পাওয়ার, এমারেল্ড ওয়েল, বিএসআরএম লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *