সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। এ সময়ে কোম্পানিটির ৪ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারদর ২৬১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ারদর ১২ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারদর ১৭৬ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৮২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারদর ১৪৬ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এসিআই ফরমুলেশন, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস ও বেক্সিমকো।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *