৫৬টির মধ্যে ১৩টি কোম্পানির অবস্থান ইস্যুমূল্যের নিচে

ipoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে গত ২০১১ থেকে ২০১৫ সালে তালিকাভুক্ত হওয়া ৫৬ টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির শেয়ারের দর ইস্যুমূল্যের নিচে অবস্থান করছে। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির দর বরাদ্দ মূল্যের প্রায় অর্ধেকে নেমে এসেছে। বরাদ্দ মূল্যের নিচে নেমে আসা এসব কোম্পানি প্রিমিয়াম মূল্যে বাজার থেকে অর্থ সংগ্রহ করেছে।

ইস্যুমূল্যের নিচে নেমে আসা কোম্পানিগুলো হচ্ছে : ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, জিবিবি পাওয়ার, জিএসপি ফাইন্যান্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ, বারাকা পাওয়ার (বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়ানামিক্স), প্যারামাউন্ট টেক্সটাইল, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ওরিয়ন ফার্মা, আরগন ডেনিমস এবং হামিদ ফেব্রিক্স।

পর্যালোচনায় দেখা গেছে, ২০১১ থেকে ২০১৫ সালে এ পর্যন্ত ফিক্সড প্রাইস পদ্ধতিতে ৫৬টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এসব কোম্পানির মধ্যে ইস্যুমূল্যের নিচে নেমে এসেছে ১৩টি কোম্পানির শেয়ারের দর।

২০১১ সালে তালিকাভুক্ত হয়েছে ৫টি কোম্পানি। এর মধ্যে ৩টি কোম্পানিরই শেয়ারের দর ইস্যুমূল্যের নিচে নেমে এসেছে। ২০১২ সালে তালিকাভুক্ত হওয়া ১২টি কোম্পানির মধ্যে ৩টির দর ইস্যুমূল্যের নিচে। ২০১৩ সালে তালিকাভুক্ত হওয়া ১২টি কোম্পানির মধ্যে ৪টির দর ইস্যুমূল্যের নিচে। ২০১৪ সালে তালিকাভুক্ত হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ৩টির দর ইস্যুমূল্যের নিচে। তবে ২০১৫ সালে তালিকাভুক্ত হওয়া ৮ কোম্পানিরই শেয়ারের দর ইস্যুমূল্যের ওপরে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *