এক ঘণ্টায় হল্টেড সামিট অ্যালায়েন্স

samitস্টকমার্কেট ডেস্ক :

লেনদেনের ১ ঘণ্টায় হল্টেড হয়ে গেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিক্রেতা উধাও হয়ে শেয়ারটির মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সামিট পোর্টের স্ক্রীনে সর্বশেষ ৩৩ হাজার ৫০০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ৭১টাকা ১০ পয়সায়। গতকাল এই শেয়ারের শেষ দর ছিল ৬৪ টাকা ৭০ পয়সা।

বাজারে লেনদেনের ক্ষেত্রে জ্বালানি খাতের শেয়ারগুলো এগিয়ে রয়েছে। তাই এসব শেয়ার আরও বেশি দরে বিক্রির আশায় এখনই বিক্রি করছেন না বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ডিএসইতে সূচকের ওঠানামা : দুই ঘণ্টায় ৩২৫ কোটি টাকার লেনদেন

dse1নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে। এর আগে একাধিকবার ওঠানামা করে সূচক।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১০১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়। তবে ২৫ মিনিটে সূচক কমে ১৪ পয়েন্ট। এভাবেই সূচকের ওঠানামায় চলছে লেনদেন।

এই সময়ে ডিএসইতে ২৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯টির দাম বেড়েছে। কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সামিট অ্যালায়েন্স পোর্ট, কেয়া কসমেটিকস, বিডি থাই, কেপিপিএল, কেপিসিএল, আরএকে সিরামিকস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, পাওয়ার গ্রিড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি প্রভৃতি।

স্টকমার্কেটবিডি.কম/এআর

সালতা ক্যাপিটাল পরিদর্শনে বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস সালতা ক্যাপিটাল সিকিউরিটিজ পরিদর্শনে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আাগামী ৬ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত সালতা ক্যাপিটাল এবং ৫ ও ৬ নভেম্বর আরেক হাউজ স্কাই সিকিউরিটিজে পরিদর্শন কার্যক্রম চালাবে বিএসইসি। রবিবার থেকে পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে বলে বিএসইসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৬ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিদর্শন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

ডিএসই ও সিএসইর অনুমোদিত প্রতিনিধি বা স্টক ডিলার, স্টক ব্র্রোকাররা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পরিপালন করছেন কিনা, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম বিএসইসির রুটিন ওয়ার্ক বলে জানা গেছে।

এক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সালতা ক্যাপিটাল পরিদর্শন করবেন বিএসইসির উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম ও উপ-পরিচালক মোহাম্মদ এমদাদুল হক। এ ছাড়া স্কাই সিকিউরিটিজ পরিদর্শন করবেন উপ-পরিচালক মো. হোসেন খান ও উপ-পরিচালক মো. গোলাম কিবরিয়া।

স্টকমার্কেটবিডি.কম/এম/সি

প্রথম প্রান্তিকেই মুনাফায় ফিরেছে সিভিও

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিওপেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড মুনাফায় ফিরেছে। কোম্পানিটি প্রথম প্রান্তিকে (জুলাই,১৪-সেপ্টেম্বর,১৪) কর পরবর্তী মুনাফা করেছে ২ কোটি ৫৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৩১ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগের বছর একই সময়ে কোম্পানিটি ৩ কোটি ৩৪ লাখ টাকা লোকসানে ছিল। আর শেয়ার প্রতি লোকসান করেছিল ১ টাকা ৬৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

দুলামিয়ার বোর্ড সভার দিন পুন:নির্ধারণ

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন বোর্ড সভার দিন পুন:নির্ধারণ করেছে। আগামী ৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় এই সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

এর আগে গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ সভায় কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ন্যাশনাল পলিমার বোর্ড সভা ৬ নভেম্বর

nationalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় এই সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

এ সভায় কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২  টাকা ৭৩  পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. ওয়েস্টার্ন মেরিন
  2. সাপোর্ট লিমিটেড
  3. পাওয়ার গ্রিড
  4. সাইফ পাওয়ারটেক
  5. সামিট পূর্বাঞ্চল পাওয়ার
  6. খুলনা পাওয়ার
  7. আরকে সিরামিকস
  8. বিডি থাই
  9. কাসেম ড্রাইসেল
  10. এমজেএলবিডি।

মাত্র ৫ মিনিট পরেই কমেছে সূচক

indexস্টকমার্কেট ডেস্ক :

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু হলেও মাত্র ৫ মিনিটের মাথায় তা কমতে শুরু করেছে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা পরে ডিএসইতে বেশি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর সূচকও কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১০২ পয়েন্টে। এর আগে ১০টা ৩৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বৃদ্দি পেয়ে ৫,১২০ অবস্থান নেয়। এরপর থেকে কমার প্রবণতায় শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৬টির দাম বেড়েছে। কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৮৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন, সাপোর্ট লিমিটেড, পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ারটেক, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, খুলনা পাওয়ার, আরকে সিরামিকস, বিডি থাই, কাসেম ড্রাইসেল ও এমজেএলবিডি।

স্টকমার্কেটবিডি.কম/এআর

নতুন শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ

biniogনিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগকারীদের লেনদেনের সেরা আইটেম যেন ‘এন’ ক্যাটাগরির নতুন কোম্পানির শেয়ার। কারণ সপ্তাহজুড়ে এই শেয়ারের দর বেড়েছে। এতে ‘এন’ ক্যাটাগরির ৪ কোম্পানি সাপ্তাহিক গেইনারে উঠে এসেছে। কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ারটেক, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সংশ্লিষ্টদের মতে, এই ৫ কোম্পানির মধ্যে ৪ কোম্পানিই ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল শাহজিবাজার পাওয়ারের ইতোমধ্যে পর্ষদ সভায় ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের প্রথম দিনেই শীর্ষ অবস্থানে ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। শীর্ষ ১০এর দিত্বীয় অবস্থানে ছিল সাইফ পাওয়ারটেক, ৯ম অবস্থানে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে শাহজিবাজার পাওয়ার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে। সপ্তাহের ব্যবধানে এই শেয়ারের দর বেড়েছে ৫৯ দশমিক ৬৬ শতাংশ। গত বৃহস্পতিবার শাহজিবাজার সর্বশেষ লেনদেন হয় ২০৮ টাকা ২০ পয়সায়। শেয়ারটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার শেয়ার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ১১ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সপ্তাহের ব্যবধানে এই শেয়ারটির দর বেড়েছে ১৯ দশমিক ৭৪ শতাংশ। শেয়ারটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৮০০ শেয়ার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৪১ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তৃতীয় স্থানে রয়েছে, খুলনা প্রিন্টিংয়ের শেয়ার। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৪৭ লাখ ৬ হাজার শেয়ার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৬০ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া সুহৃদ ইন্ডাস্ট্রিজের সপ্তাহের ব্যবধানে ১৪ দশমিক ৫৪ শতাংশ দর বেড়েছে। টপটেন গেইনার তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কাশেম ড্রাইসেলস, কেয়া কসমেটিকস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বিডিকম অনলাইন এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি