জেমিনি ফুডের দর বাড়ার কারণ নেই

GEMINI-SEA-2-728x403স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে জেমিনি সী ফুড। কারণ জানতে চাইলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ জবাব দিয়েছে জেমিনি ফুড কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ নভেম্বর জেমিনি সী ফুডের শেয়ার ১৬১.৯ টাকায় লেনদেন হয়েছে। যা বিগত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এরপর দুই কার্যদিবস শেয়ারটির দর ২২.৯ টাকা কমে ১৩৯ টাকায় লেনদেন হয় গত রবিবার।

এরপর সোমবার দর অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার শেয়ার দর আগের দিনের চেয়ে প্রায় ১০ টাকা বেড়ে ১৪৯.৫ টাকায় লেনদেন হয়।

গত ২৩ জুলাই প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী জেমিনি সী ফুডের কর পরবর্তী ‍মুনাফা বেড়েছে ৯০ লাখ ৯০ হাজার টাকা।জেমিনি সী ফুড ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। বর্তমানে এ শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ঋণাত্মক।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

পদ্মা ওয়েলের ইপিএস এবার কমলো

padma1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ওয়েলের শেয়ারপ্রতি আয় বা ইপিএস এবার কমেছে। কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৬১.৮৭ মিলিয়ন টাকা এবং আর শেয়ার প্রতি আয় করেছে ৪.৭০ পয়সা। তবে আগের বছরের তুলনায় অনেক কম। একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৬৬৯.৬৯ মিলিয়ন টাকা। আর ইপিএস ছিল ৬.৮২ পয়সা। যা অনেক কম।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লেনদেনের শুরুতেই উর্ধ্বমুখী সূচক

index upস্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে লেনদেনের শুরু থেকেই সূচকের উর্ধ্বমুখীভাব রয়েছে। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচক ৩৩ পয়েন্ট বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের একই প্রবণতা রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার  ৮৪৫ পয়েন্টে।

আধা ঘণ্টায়  ডিএসইতে ১৪৬ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টি কোম্পানির। আর দর কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনের শীর্ষে রয়েছে- আরএসআরএম, ডেসকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অলিম্পিক, কেপিপিএল, কেয়া কসমেটিকস ও বেক্সিমকো লিমিটেড।

অপরদিকে বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  (সিএসই) সার্বিক সূচক ১৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৬১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ টাকার কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন

sautestস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার কমিশনের ৫৩১তম সভায় এ বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে ।

জানা যায়, বন্ডটি নন-কনভারটেবল, অনিরাপদ ও সম্পূর্ণ অবসানযুক্ত। সাত বছর পরে বন্ডটির বিলুপ্ত ঘটবে। সাড়ে ১১ শতাংশ থেকে ১৪ শতাংশ হারে সুদ দেবে বন্ডটি। শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, কর্পোরেট বডি ও বৈধ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে সাউথইস্ট ব্যাংক ব্যাসেল টু এর শর্ত পূরণ, টায়ার টু মূলধন বৃদ্ধি কাজে ব্যয় করবে।

সাউথইস্ট ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্যে হবে ১০ লাখ টাকা।

এই বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মোজাফ্ফর স্পিনিং ‘এ’ ক্যাটাগরীতে, লভ্যাংশ ঘোষণা

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এখন থেকে ‘এন’ ক্যটাগরীর পরিবর্তে ‘এ’ ক্যাটাগীরেত লেনদেন করবে।  একই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেয়ার সুপারিশ করেছে।

ডিএসই জানায়, বুধবার বিকেলে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। কোম্পানির শেয়ার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

আগামী  ৩০ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ভুলতায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এ সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী  ২৫ সেপ্টেম্বর।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বিদেশী বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হল চীনা শেয়ারবাজার

sangস্টকমার্কেট ডেস্ক :

মুক্তবাজার অর্থনীতির এই যুগে এতদিন পরে হলেও অবশেষে বিদেশী বিনিয়োগকারীদের জন্য খুলে দেওয়া হল চীনা শেয়ারবাজার। এখন থেকে আন্তর্জাতিক বিলিয়োগকারীরা সাংহাই স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত যে কোন কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবে। উন্মুক্ত বানিজ্যের পথে অগ্রসর হবার পথে এটিকে চীনের একটি গুরত্বপুর্ন পদক্ষেপ হিসাবে দেখছেন বিশ্লেষকরা।

Aberdeen Asset Management এর এশিয়া বিষয়ক পরিচালক ডোনাল্ড আর্মস্টার্ড বলেন, চায়না এবং বিশ্ব অর্থনীতির জন্য আজ এক উল্লেখযোগ্য দিন। তবে দুসসংবাদ আমেরিকান বিনিয়োগকারীদের জন্য, কেননা আমেরিকান বিনিয়োগকারীরা সরাসরি Shanghai Stock Exchange এ শেয়ার কিনতে পারবে না। তাদেরকে Hong-Kong Stock Exchange এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হবে ।

সুত্র- CNN

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

৩ বছর পর বিএসইসির পরামর্শক কমিটির সভা

bsecনিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ তিন বছর পর শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বিএসইসি কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসইকে সহযোগিতা করতেই মূলত এ কমিটি গঠন করা হয়। বিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ সভায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা ছাড়াও বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলের চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স সভাপতি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ মোট ২০  জন এ বৈঠকে উপস্থিত থাকবেন।

বিএসইসিতে সহযোগিতা দিতে ২০১১ সালের ২৮ মার্চ ১৫ সদস্যের পরামর্শক কমিটি গঠন করা হয়। পরে ওই বছরের ২৫ জুলাই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণী দুই মাস পর পর কমিটি একবার বৈঠকে বসবে, এমন সিদ্ধান্ত হয়।

তবে গত তিন বছরে এ কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। যদিও বিএসইসির পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। বৈঠকের বিষয়টি পুরোপুরি কমিশনের ইচ্ছার ওপর নির্ভর করে। কমিশন যখন বিবেচনা করবে, তখনই কেবল এ বৈঠক হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে