বাটা সু ও মেঘনা পেট্রোলিয়াম স্পট মার্কেটে আজ

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি গুলো হচ্ছে-বাটা সু ও মেঘনা পেট্রোলিয়াম।

জানা গেছে, কোম্পানি দু’টির লেনদেন আগামী ২ ও ৩ ডিসেম্বর  স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।

আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী  ৩ ডিসেম্বর বুধবার। নিয়ম মেনেই রেকর্ড ডেটের কারণে শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ইউনাইটেড এয়ারের এজিএম ৪ ডিসেম্বর

unitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৪ ডিসেম্বর দুপুর ১২টায় সিলেটে পূর্ব ধুপাদীঘিরপাড়ে হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৫ পয়সা।

২০১৩ সালের জন্য কোম্পানির পক্ষ থেকে ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়া হয়েছে। ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নেট মুনাফা হয় ৫৫ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ১০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

কেয়া কসমেটিকসের বোর্ডসভা আজ

keyaস্টকমার্কেট ডেস্ক :

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকসের বোর্ডসভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এ সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করবে।

সাম্প্রতিক সময়ে এ শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধিতে সংবেদনশীল কোনো তথ্য নেই। দর বাড়তে থাকলে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানিকে নোটিস দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বিদেশি বিনিয়োগ কমেছে ১৩ কোটি টাকা

Foreign investনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে বিদেশি বিনিয়োগ কমেছে। এক মাসের ব্যবধানে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগ কমেছে ১২ কোটি ৯৪ লাখ ৪১ হাজার টাকা। ডিএসই সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

নভেম্বর মাসে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৮২ কোটি ৯২ লাখ ৬ হাজার টাকা। অক্টোবরে যার পরিমাণ ছিল ১৯৫ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকা। ফলে

ডিএসই সূত্র জানা গেছে, গত অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ডিএসইতে ৪০৯ কোটি ৮৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের শেয়ার কেনাবেচা করেছেন। এর মধ্যে প্রায় ৩০২ কোটি ৮৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার কিনেছেন তারা। আর একই সময় বিক্রি করেছেন ১০৭ কোটি ১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার।

অন্যদিকে নভেম্বর মাসে ডিএসইতে প্রায় ৫১৩ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার বিদেশি বিনিয়োগকারীরা লেনদেন করেছেন। এর মধ্যে ৩৪৮ কোটি ৩৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ক্রয় করেন বিদেশি বিনিয়োগকারীরা। একই মাসে তারা বিক্রি করেন ১৬৫ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে