ভিয়েলাটেক্সের ভবন নির্মাণে বিবিএস

BBSস্টকমার্কেট ডেস্ক :

দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ ভিয়েলাটেক্সের জন্য স্টিল ফেব্রিকেটেড বিল্ডিং বানাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস)। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদে ভিয়েলাটেক্স স্পিনিং মিলস এর দ্বিতীয় ইউনিট স্থাপন করবে। আর ওই ইউনিটের জন্য স্টিল বিল্ডিং বানাবে বিবিএস। পুরো প্রকল্পের ভবন নির্মাণে প্রায় ৬১ কোটি টাকা ব্যয় হবে। প্

ভিয়েলাটেক্সের ওই ভবন নির্মাণের কাজ পাওয়ায় আগামী দিনে বিবিএসের বার্ষিক বিক্রি ও মুনাফা আগের বছরগুলোর চেয়ে বাড়বে বলে আশা করছেন বিবিএস কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডিকিম/এইচ/এএআর

বিওতে গোল্ডেন হার্ভেষ্টের লভ্যাংশ

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের (বেনিফিশিয়ারি ওনার্স) বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গোল্ডেন হার্ভেষ্ট ৩০ জুন সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

যেসব বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে অনলাইন সুবিধা চালু আছে, তাদের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হয়েছে। আর যাদের অনলাইন সুবিধা চালু নেই, তাদের পোস্ট অফিস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত ১৩ নভেম্বর গোল্ডেন হার্ভেষ্টের রেকর্ড ডেট ছিল। এসময় যাদের বিওতে কোম্পানির শেয়ার ছিল তারা এই বোনাস লাভ করবে।

গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) এই লভ্যাংশ অনুমোদন করে গোল্ডেন হার্ভেষ্টের পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডিকিম/এইচ/এএআর

কেপিপিএল এন থেকে এ ক্যাটাগরিতে

kpplস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং এণ্ড প্যাকেজিং লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল ১৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, কেপিপিএল গত ৬ জানুয়ারি বোনাস ও ১২ জানুয়ারি নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

শাশা ডেনিমসের আইপিও ড্র চলছে

Shasha-1নিজস্ব প্রতিবেদক :

শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারির ড্র অনুষ্ঠান চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিইটে এ অনুষ্ঠানটি শুরু হয়েছে।

লটারির ড্র অনুষ্ঠানে শাশা ডেনিমসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছে। আর সকাল ৯ টা থেকে এখানে উপস্থিত হতে থাকে সাধারণ বিনিয়োগকারীরা। দুপুর ১২ টা নাগাদ লটারি ড্র শেষ হবে বলে আশা করছেন কোম্পািনির কর্মকর্তারা।

শাশা ডেনিমসের আইপিওতে মোট পাঁচ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটে শেয়ারবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়েছে ৯০৯ কোটি ৫০ লাখ ৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। এর মধ্যে মিউচুয়াল ফান্ডসহ স্থানীয় বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ৯০৭ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। আর গত ২১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার আবেদন। যা কোম্পানির চাহিদার ৫.১৯ গুণ।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর