যমুনা ব্যাংকের ইপিএস ৭৫ পয়সা

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। এসময় ইপিএস এসেছে ৭৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৬ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির ২য় প্রান্তিকের (জানু, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ১৮.৬০ টাকা। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সম্পদ ছিল ১৫.৪৬ টাকা।

উল্লেখ্য, হিসাব বছরের প্রথম ৩ মাসে (এপ্রিল,১৫-জুন,১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

কারণ ছাড়াই বাড়ছে রহিমা ফুডসের দর

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুডসের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানায়।

বিশ্লেষণে দেখা যায়, গত ৫ আগষ্ট শেয়ারটির দর ছিল ৩৬.২০ টাকা। যা ১৩ আগষ্ট দাঁড়িয়েছে ৪৪ টাকার উপরে। এসময ৯ ও ১৩ আগষ্ট কোম্পানিটির দর কমেছে। বাকি কার্যদিবসের শেয়ারটির দর টানা বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ১৩ আগষ্ট ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে রহিমা ফুডস জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এপেক্স ফুডসের বোর্ড সভা ২৩ আগষ্ট

apexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুডস আগামী ২৩ আগষ্ট রবিবার বেলা ৩ টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এপেক্স ফুড লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এফ