লিগ্যাসী ফুটওয়ার দর বাড়ার কারণ নেই

LEGACYFOOTস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারী খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ আগস্ট শেয়ারটির দর ছিল ২৫.২০ টাকা । গতকাল ১৬ সেপ্টেম্বর বেড়ে হয় ৩৫.৪০ টাকা। ২৩ কার্য দিবসে শেয়ারটির দর উঠানামা করলেও এ সময়ে দর ১০.২০ টাকা বৃদ্ধি পায় ।

সিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

কেয়া কসমেটিকসের শেয়ার প্রতি লোকসান ১৪ পয়সা

keyaস্টকমার্কেেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত (জানু-মার্চ ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী লোকসান করেছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রান্তিকে কেয়া কসমেটিকস শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ১৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (ন্যাভ) হয়েছে ১৯.৭৭ টাকা। আগের বছরে একই সময়ে ছিল ইপিএস ছিল ২৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (ন্যাভ) ছিল ১৯.৮০ টাকা।

 

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

দুুই প্রতিষ্ঠানকে একীভূত করবে ইউনাইটেড পাওয়ার

UPGDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের দুটি অঙ্গ প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অঙ্গ প্রতিষ্ঠান দুটি হলো – ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহাজানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি। কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী একীভূত হওয়ার ক্ষেত্রে যে সব প্রক্রিয়া রয়েছে অঙ্গ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ সভায় তা অনুমোদন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন ও হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত কোম্পানির শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভায় অনুমোদন সাপেক্ষে একীভূত হওয়ার বিষয়টি কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

উত্তরা ফাইনান্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ