বছরের শেষ কার্য দিবসে উর্ধ্বমূখী শেয়ারবাজার

index upনিজস্ব প্রতিবেদক :

বছরের শেষ কার্য দিবসে দেশের দুই শেয়ারবাজার উর্ধ্বমূখী প্রবণতায় ছিল। এদিন সেখানে বেড়েছে লেনদেন ও মূল্য সূচক। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেন ও সূচকের একই চিত্র লক্ষ করা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৯৩৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮১০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, জেনারেশন নেক্সট, বেক্সিমকো লিমিটেড, বিবিএস, এ্যাপোলো ইস্পাত, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, সামিট এ্যালেয়েন্স ও ইউনাইটেড পাওয়ার।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৬১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এ্যাপেক্স ফুটওয়ার ও আরএসআরএম স্টীল লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

দেশ গার্মেন্টসে বিএএস অনুসরণ না করেই ব্যবসা

deshস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস (বিএএস) অনুসরণ না করেই ব্যবসা করছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন মূল্যায়নের এর নিরীক্ষক এ মন্তব্য করেছে।

জানা যায়, কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানির সম্পদ পূর্নমূল্যায়নের ওপর কোনো অবচয় নেই, যা বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস (বিএএস) ১৬ অনুয়ায়ী করার বিধান থাকলেও তা পরিপালন করেনি।

এছাড়া নিরীক্ষক প্রতিষ্ঠান স্থায়ী সম্পদের কোনো আপডেটড তথ্য খুঁজে পায়নি। এর ফলে নিরীক্ষক প্রতিষ্ঠান সম্পত্তি ও সরঞ্জাম রেফারেন্সের মাধ্যমে যাচাই করতে পারেনি।

স্টকমার্কেটবিডি.কম/এমআর