ওয়েস্টার্ন মেরিনকে এজিএম আয়োজনের আদেশ দিয়ে আদালতের রায়

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপিইয়াড লিমিটেডের স্থগিত বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে আদেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগ।  বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে আরও জানা যায়, আদালত ২০১৫ ও ২০১৬ অর্থবছরের অনুষ্ঠিত না হওয়া এজিএম দ্রুত ৩০ নভেম্বরের মধ্যে আয়োজনের আদেশ দিয়েছেন। এর সাথে আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এজিএম আয়োজন করতে এ সংক্রান্ত সকল কার্যাবলি কোম্পানিকে সম্পন্ন করার তাগিদও দেওয়া হয়েছে।

কোম্পানিটি সর্বশেষ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দেয়। কিন্তু সময় মত এজিএম করতে না পারায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়ে দেয় বিএসইসি ।

এদিকে ওয়েস্টার্ন মেরিন উচ্চ আদালতে কোম্পানি অ্যাক্ট ১৯৯৪ এর সেকশন ৮১ ও ৮৫এর (৩) অনুসারে গত ২৩ মার্চ আবেদন এজিএম সম্পন্ন করার বিষয়ে হাইকোর্টে আবেদন করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

লংকাবাংলার রাইট শেয়ার ইস্যুর অাবেদন বাতিল করলো বিএসইসি

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অাবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা যায়।

বিধান মোতাবেক কোম্পানিটির একজন পরিচালকের এককভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকায় রাইট শেয়ারের আবেদন অনুমোদিত হয়নি বলে জানা গেছে। পরিশোধিত মূলধন বাড়াতে প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর লক্ষ্যে গত ৩ জানুয়ারি বিএসইসির অনুমোদনের জন্য আবেদন করে কোম্পানিটি।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এতে কোম্পানির মূল শেয়ারের সংখ্যা বেড়ে যায়। তাই অনুপাত ঠিক রাখতে রাইটে শেয়ার সংখ্যা দুই কোটি সাত লাখ ৪৯৫টি বাড়িয়ে কোম্পানিটি ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি প্রিমিয়াম ছাড়া রাইট শেয়ার ইস্যু করার আবেদন করে গত ২২ জুন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

গ্রামীণ ওয়ান : স্কিম টু’র বার্ষিক ট্রাস্টি সভা আহবান

mutualfundsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি গ্রামীণ ওয়ান : স্কিম টু’র বার্ষিক ট্রাস্টি সভা আগামী ৯ অাগস্ট আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভায় ফান্ডের চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

মিউচ্যুয়াল ফান্ড খাতের খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা সাড়ে ৩টায় কারওয়ানবাজারে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

citybank_logoস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি দি সিটি ব্যাংক লিমিটেডের একটি করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৯ লাখ ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটির পরিচালক এ-ওয়ান পলিমার লিমিটেড ।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.