ফেসবুকের শেয়ার দরের নজিরবিহীন ধ্বস

face-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাত্র ৩ হাজার ৬০০ কোটি ডলার গেছে খোয়া! বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৯৫ হাজার ২০০ কোটি টাকা। মাত্র এক দিনে শেয়ারবাজারে ঠিক এই পরিমাণ বাজারমূল্য হারিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার অভিযোগ ওঠার পর ওয়ালস্ট্রিটে নড়বড়ে হয়ে যায় ফেসবুকের অবস্থান।

গতকাল সোমবার ফেসবুকের শেয়ারের দামে ধস নামে। প্রতি শেয়ারের দাম ১৭২ ডলার ৫৬ সেন্টে নেমে গেছে। এক দিনেই ফেসবুকের শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৭ শতাংশ। গত কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এতটা কমে যাওয়া নজিরবিহীন। শুধু ফেসবুক নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও। ফিন্যান্সিয়াল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, নাসদাকের শেয়ারের দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ হারে। অ্যালফাবেট বা গুগলের শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। আমাজনের দাম কমেছে ২ দশমিক ৩ শতাংশ। অ্যাপলের প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে আগের চেয়ে ২ শতাংশ কম দামে। অন্যদিকে, মাইক্রোসফটের শেয়ারের দাম ২ দশমিক ২ শতাংশ কমে গেছে।

বিশ্লেষকেরা বলছেন, নতুন অভিযোগে অস্তিত্বের সংকটে পড়েছে ফেসবুক। এতে একদিকে যেমন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ওপর ব্যবহারকারীদের আস্থা কমে যেতে পারে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসায়িক সুনাম।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

কৌশলগত অংশীদারের জন্য সংশোধিত প্রস্তাব দিতে হবে ডিএসইকে

dse bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চীনের শেনচেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে কৌশলগত অংশীদার করার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) প্রস্তাব সংশোধন করতে বলেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কৌশলগত অংশীদার নেওয়ার বিষয়ে ডিএসইর আবেদন পর্যালোচনা শেষে সোমবার বিএসইসির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং শেনচেন স্টক এক্সচেঞ্জকে নিয়ে গঠিত কনসোর্টিয়ামের শেয়ার ক্রয় চুক্তিসহ কৌশলগত অংশীদার নেওয়ার যে প্রস্তাব কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে, যাচাই কমিটির প্রতিবেদন অনুযায়ী তা অনুমোদনযোগ্য নয়।

তবে দেশের আইন ও ডিএসইর সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী প্রস্তাবের বেশিরভাগ শর্তাবলী প্রত্যাহার করা হয়েছে বলে চীনা কনসোর্টিয়াম এর মধ্যেই ডিএসইকে নিশ্চিত করেছে বলে প্রতীয়মান হওয়া কিছুটা নমনীয় হয়েছে কমিশন।

কমিশন বলেছে, “বাংলাদেশের শেয়ারবাজারের স্বার্থে কিছু শর্ত পূরণসাপেক্ষে সংশোধিত প্রস্তাব জমা দিতে ডিএসইকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।”

১. শেয়ার ক্রয় চুক্তিতে এমন কোনো শর্তাবলী রাখা যাবে না, যা দেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং ডিএসইর সাধারণ শেয়ারহোল্ডার এবং শেয়ারবাজারের উন্নয়নবিরোধী।

২. কনসোর্টিয়ামের প্রস্তাব গ্রহণের স্বার্থে সংশোধিত প্রস্তাবে ডিএসইর বর্তমান সংঘবিধি ও সংঘস্মারকে কোনো সংশোধনের শর্ত রাখা যাবে না।

৩. চূড়ান্ত অনুমোদনের জন্য কৌশলগত বিনিয়োগকারীর প্রস্তাব শেয়ার ক্রয় চুক্তি বিএসইসিতে পাঠানোর আগে ডিএসইর সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।

৪. বিএসইসির যাচাই কমিটির প্রতিবেদন ও কনসোর্টিয়ামের শর্তাবলী প্রত্যাহারের বিষয়ে ডিএসইকে শেয়ারহোল্ডারদের মধ্যে সাধারণ সভার নোটিসসহ বিজ্ঞপ্তি প্রচার করতে হবে।

৬. সাধারণ সভার বিবরণীর সঙ্গে কনসোর্টিয়ামের চূড়ান্ত প্রস্তাব, সংশোধিত চুক্তি ও অন্যান্য নথিপত্র ডিএসইকে কমিশনের কাছে দাখিল করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

বিদ্যুৎ উৎপাদন এই প্রথম ১০ হাজার মেগাওয়াট

electicic-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

পিডিবির জনসংযোগ শাখার পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, “বেশ কয়েকদিন ধরে বিদ্যুতের উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছিল। আজ সন্ধ্যায় তা ১০ হাজার মেগাওয়াটের ঘর স্পর্শ করল।”

এসময় বিদ্যুতের চাহিদাও ছিল ১০ হাজার মেগাওয়াট।

সন্ধ্যায় বিদ্যুতের রেকর্ড উৎপাদন হলেও তীব্র গরমের মধ্যে দুপুরে রাজধানী ঢাকার কয়েকটি স্থানে বিদ্যুৎ ছিল না কিছু সময়ের জন্য।

এবিষয়ে সাইফুল বলেন, “সকালে বিদ্যুত চলে যাওয়ার ঘটনা লোড শেডিংয়ের কারণে হতে পারে। আবার কারিগরি সমস্যার কারণেও অনেক সময় বিদ্যুৎ সাময়িক সময়ের জন্য চলে যায়।”

তবে সোমবার দুপুর ২টায় যখন ৯ হাজার ৯৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল, তখন দেশের কোথাও লোড শেডিং হয়নি বলে পিজিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১০ হাজার মেগাওয়াট ছাড়ানোর আগে গত ১৫ মার্চ বিদ্যুতের উৎপাদন ৯ হাজার ৭১৫ মেগাওয়াটে উন্নীত হয়। এর পর থেকে প্রতিদিনই উপাদন একটু একটু করে বাড়ছিল।

এর আগে ২০১৭ সালের ২৮ মে রাত ১০টায় বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনের ৯ হাজার ৪৭১ মেগাওয়াট ছুঁয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার বিক্রি সম্পন্ন

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক মোট ৯ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রফিকুল মোর্শেদ নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৯ লাখ ২০ হাজার শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম