দুই শেয়ারবাজারে দেড় ঘন্টায় সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ দিনে দেড় ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৯ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৮৯.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৬২ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

হাওয়েল টেক্সটাইলসের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

Hwa-Well-Textileস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের রেজিস্টার্ড অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির নতুন রেজিস্টার্ড অফিস রাজধানীর কুড়িল বিশ্ব রোডে, প্রগতি সরণিতে অবস্থিত, আলামিন আইকন সেন্টারের, এ৭ নম্বর প্লাটে, ৭ নম্বর লেভেলের, ৫৭/৪ নম্বর হাউজে স্থানান্তর করা হয়েছে।

গককার ৫ জুন থেকে নতুন অফিসের কার্যক্রম চালু হয়। নতুন অফিসের ফোন নম্বর হচ্ছে +৮৮০২৮৪১২৯৩৫-৩৬ এবং ফ্যাক্স + ৮৮০২-৮৪১২৯৩৭।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো:আব্দুল মালেক নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার ক্রয়ে করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মডার্ন ডাইংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

modernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ন ডাইং ও স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৯ মে এ শেয়ারের দর ছিল ১৯০.৩ টাকা এবং গতকাল ৫ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৫১.৫ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মডার্ন ডাইং ও স্ক্রিন প্রিন্টিং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম