কয়লাখনির দুর্নীতির মামলায় সাবেক এমডিকে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির দুর্নীতির মামলায় কোল মাইনিং কোম্পানির সাবেক এমডি খুরশীদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আজ কোল মাইনিং কোম্পানির আরও তিনজন সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

pioneer-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা ২৫ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: নাসিরুল্লাহ নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ২৫ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার হাতে বিমাটির ২,৫৬,৩৩২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

১৫ আগষ্ট বন্ধ থাকবে শেয়ারবাজার

dse-1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের মৃত্যুদিন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল ১৫ আগষ্ট দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিন বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইন্দো-বাংলা ফার্মার পাবলিক সাবস্ক্রিপশন চলবে আর দুইদিন

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পাবলিক সাবস্ক্রিপশন চলবে আর দুই দিন । গত বৃহস্পতিবার হতে এই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ১৬ আগষ্ট বৃহস্পতিবার পর্যন্ত এই পাবলিক সাবস্ক্রিপশন শেষ হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিও আবেদনের জন্য শেয়ারের লট মূল্য নির্ধারণ হয়েছে ৫০০০ টাকা। নির্ধারিত সময়ে এ পরিমাণ টাকা অনুমোদিত হাউজগুলোতে আইপিও আবেদন জমা দিতে হবে।

বিএসইসির ৬১৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে । আর কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানা, প্রশাসিনক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, ম্যাশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে।

২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মেট্রো স্পিনিং ও ম্যাকসন স্পিনিংয়ের রেজিষ্টার অফিস পরিবর্তন

officeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং ও ম্যাকসন স্পিনিং লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানি দুটির রেজিস্টার্ড অফিস রাজধানীর মতিঝিল হতে উত্তরায় ৩ নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারে স্থানান্তর করা হয়েছে।

তবে কোম্পানি দুটির কর্পোরেট অফিস ও শেয়ার অফিস আগের ঠিকানায়ই থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিবিএস ক্যাবলসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ৩০ আগষ্ট এ শেয়ারের দর ছিল ৯৮.২০ টাকা এবং গতকাল ১৩ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১২১.৬০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে বিবিএস ক্যাবলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের শেয়ার ক্রয়ের ঘোষণা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: আব্দুল মালেক নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি