ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকই সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭২২ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য ৯০ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৫টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আইপিডিসি, ইউনাইটেড পাওয়ার, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, লংকা বাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল ও আরডি ফুডস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৪৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন লেনদেন হয়েছে ৬৪ কোটি ৫১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সাভার রেফ্রিজারেটরের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Savar-Refractoriesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাভার রেফ্রিজারেটর লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ আগষ্ট শেয়ার দর ছিল ৮০.৭০ টাকা। গতকাল ২৯ আগস্ট সর্বশেষ তা ১১৩ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সাভার রেফ্রিজারেটর লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিলভা ফার্মার আইপিও লটারি : বিজয়ীদের তালিকা প্রকাশ

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি ড্র অনুষ্ঠান শেষ হয়েছে। লটারি র মাধ্যমে বিজয়ীদেরকে আইপিও শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় লটারি ড্র অনুষ্ঠান শুরু হয়।

লটারির ফলাফল ও হাউজের কোড নাম্বার দেখতে ক্লিক করুন………..

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

সাধারণ বিনিয়োগকারীদের তালিকা

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের তালিকা

প্রবাসী বিনিয়োগকারীদের তালিকা

ইলিজিবল ইনভেষ্টরদের (প্রো রাটা অ্যালটমেন্ট) তালিকা

 

কোম্পানি সূত্রে সোমবার জানা গেছে, কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে মোট ৭৭২ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা মোট চাহিদার ২৫.৭৮ গুণ বেশি।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর ৪৮.৯৮, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ২০.৫০ এবং প্রবাসীদের আবেদন পড়েছে ১২.৫২ গুণ।

এর আগে গত ২৯ জুলাই থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়ে চলে ৫ আগস্ট পর্যন্ত।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।

উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দুলামিয়া কটনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

dulamiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০ আগষ্ট শেয়ার দর ছিল ১৭.৭০ টাকা। গত ২৯ আগস্ট সর্বশেষ তা ২১.১০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

রমনায় চলছে সিলভা ফার্মার লটারি ড্র অনুষ্ঠান

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি ড্র অনুষ্ঠান চলছে। চাহিদার চেয়ে ২৬গুণ বেশি জমা পড়ায় লটারি র মাধ্যমে আইপিও শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় লটারি ড্র অনুষ্ঠান শুরু হয়েছে।

কোম্পানি সূত্রে সোমবার জানা গেছে, কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে মোট ৭৭২ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা মোট চাহিদার ২৫.৭৮ গুণ বেশি।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর ৪৮.৯৮, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ২০.৫০ এবং প্রবাসীদের আবেদন পড়েছে ১২.৫২ গুণ।

এর আগে গত ২৯ জুলাই থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়ে চলে ৫ আগস্ট পর্যন্ত।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।

উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

aaaaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ার জালিয়াতির মামলায় দেশের আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বিচার শুরু হয়েছে। গতকাল তার অনুপস্থিতিতে চার্জ গঠনের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শেয়ারবাজারবিষয়ক বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর আলী শেখ।

১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির অভিযোগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কর্ণধার হিসেবে মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে ১৯৯৯ সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মামলাটি করে।

উচ্চ আদালতের নির্দেশে ২০১৩ সাল থেকে স্থগিত ছিল আলোচিত মামলাটি। স্থগিতাদেশ প্রত্যাহার শেষে গত ৭ আগস্ট মামলাটির চার্জ গঠনের জন্য পূর্বনির্ধারিত থাকলেও তা পিছিয়ে গতকাল ২৯ আগস্ট করা হয়েছিল। গতকাল চার্জ গঠনের ধার্য দিনে আজিজ মোহাম্মদ ভাইয়ের আইনজীবী বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল আরও সময়ের আবেদন করেন।

তবে ট্রাইব্যুনাল তা নাকচ করে দিয়ে চার্জ গঠন ও ওয়ারেন্ট ইস্যু করেছে। মামলাটির পরবর্তী বিচারকাজের জন্য ট্রাইব্যুনাল আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই দিন মামলাটির বাদী বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খান সাক্ষ্য দেবেন।

এ মামলাটির আসামিরা হলেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাই। এর মধ্যে মোহাম্মদ ভাই চলতি বছরের ৯ জানুয়ারি মারা গেছেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড