অথরাইজড মূলধন ৬০ কোটি টাকা বাড়াবে ইনটেক অনলাইন

intech-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক অনলাইন লিমিটেড ৬০ কোটি টাকার অথোরাইজড মূলধন বৃদ্ধি করবে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির অথোরাইজড মূলধন ৬০ কোটি টাকা বাড়িয়ে মোট ১২০ কোটি টাকা করতে চায়। বর্তমানে এই মূলধনের পরিমাণ ৬০ কোটি টাকা রয়েছে।

গত ১০ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) মূলধন বাজানোর বিষয়টিকে অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন হোটেল কন্টিনেন্টাল

bd serv-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) আবার চালু হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের এক মাসের মাথায় এটি বাণিজ্যিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক মানের এ ধরনের হোটেলের ক্ষেত্রে উদ্বোধনের পর কিছুদিন পরীক্ষামূলকভাবে অপারেশন করা হয়। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্ষেত্রে এক মাস পরীক্ষামূলকভাবে অপারেশন শেষে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হবে।

জানা গেছে, এক সময়ের ‘রূপসী বাংলা’ বন্ধ হওয়ার পর দীর্ঘ চার বছর ধরে চলছে সংস্কারকাজ। সাবেক শেরাটনের সেই সাজসজ্জার প্রায় সবই বদলে ফেলা হয়েছে। এখন চলছে শেষ সময়ের কারুকার্য।

স্বাধীনতা-উত্তর এটা ছিল দেশের প্রথম পাঁচতারকা হোটেল। এরপর এর নাম হয় ‘হোটেল শেরাটন’।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সাবসিডিয়ারিতে ১৩০ কোটি টাকা বিনিয়োগ করবে সিটি ব্যাংক

citybank_logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাবসিডিয়ারি সিটি ব্রোকারেজ লিমিটেডের ১৩০ কোটি টাকার শেয়ার কিনবে সিটি ব্যাংক লিমিটেড। এ জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রকদের অনুমোদন প্রয়োজন হবে ব্যাংকটির। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া পদক্ষেপের অংশ হিসেবেই এ পরিকল্পনা করেছে ব্যাংকটি। চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্যাংকগুলোকে শেয়ারবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারির মূলধন বাড়ানোর পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।

এতে ব্যাংকের সমন্বিত মূলধনভিত্তি এবং এর বিপরীতে শেয়ারবাজারে তাদের বিনিয়োগসীমাও বাড়ে। বেশির ভাগ ক্ষেত্রেই মার্চেন্ট ব্যাংকিং বা ব্রোকারেজ সাবসিডিয়ারিকে দেয়া ঋণ তাদের পরিশোধিত মূলধনে রূপান্তর করেছে ব্যাংকগুলো।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইলেকট্রনিক মানি ট্রান্সফারের ফি কমাবে ডাক বিভাগ

Postস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে পাল্লা দিতে ডাক বিভাগের ‘ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিসেস’ বা ইএমটিএসের সেবা মাসুল কমানোর প্রস্তাব করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

সম্প্রতি ইএমটিএসের সার্ভিস চার্জ কমানোর প্রস্তাবিত একটি তালিকা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এতে দেখা যায়, বর্তমানে ইএমটিএসের মাধ্যমে এক হাজার টাকা পাঠাতে গেলে একজন গ্রাহককে ১৮ টাকা ৫০ পয়সা সার্ভিস চার্জ দিতে হয়। অন্যদিকে ৫০ হাজার টাকা পাঠাতে ফি দিতে হয় ৯২৫ টাকা। প্রতিযোগিতায় টিকে থাকতে ইএমটিএসের মাধ্যমে টাকা পাঠানোর ফি কমিয়ে ১০ টাকা করার প্রস্তাব করেছে ডাক অধিদপ্তর। একইভাবে চার হাজার টাকা পাঠানোর ফি বিদ্যমান ৭৪ টাকা কমিয়ে ২০ টাকা, পাঁচ হাজার টাকা পাঠানোর ফি সাড়ে ৯২ টাকার পরিবর্তে ২৫ টাকা, ১০ হাজার টাকা পাঠানোর ফি ১৮৫ টাকার পরিবর্তে ৫০ টাকা, ২০ হাজার টাকা পাঠানোর ফি ৩৭০ টাকার পরিবর্তে ১০০ টাকা, ৩০ হাজার টাকা পাঠানোর ফি ৫৫৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা এবং ৫০ হাজার টাকা পাঠানোর ফি বিদ্যমান ৯২৫ টাকার পরিবর্তে ২৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সার্ভিস চার্জ কমানোর যৌক্তিকতা তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেখিয়েছে, পাঁচ বছরের ব্যবধানে ডাক বিভাগের ইএমটিএসের মাধ্যমে টাকা পাঠানোর পরিমাণ ৯৫ শতাংশ কমেছে। অতিরিক্ত সার্ভিস চার্জ এবং মোবাইল ব্যাংকিং এজেন্টের সহজলভ্যতার কারণে এমনটা হয়েছে বলে মনে করছে ডাক বিভাগ। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে ইএমটিএসের সার্ভিস চার্জ কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইএমটিএসের মাধ্যমে ২০১২-১৩ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেবাগ্রহীতাদের পাঠানো অর্থের পরিমাণ ছিল মোট দুই হাজার ১৬১ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে ২০১৬-১৭ অর্থবছরে পাঠানো হয়েছে মাত্র ১১৮ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে ইএমটিএসের মাধ্যমে অর্থ পাঠানোর পরিমাণ কমেছে দুই হাজার ৪৩ কোটি ২৭ লাখ টাকা, যা প্রায় ৯৫ শতাংশ।

ডাক বিভাগের কর্মকর্তারা বলছেন, টাকা পাঠানোর ওপর অতিরিক্ত সার্ভিস চার্জ এবং বেসরকারি মোবাইল ব্যাংকিংয়ের আগ্রাসী ব্যবসার কারণে পোস্ট অফিসের সেবার এই দুরবস্থা। এই পরিস্থিতিতে ব্যবসায় টিকে থাকার জন্য ইএমটিএসের চার্জ কমানোর প্রস্তাব করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অর্থ বিভাগের পক্ষ থেকে ইএমটিএসের ফি কমানোর বিষয়টি সক্রিয় বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড