তসরিফা ইন্ডাস্ট্রিজের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

Tosrifa-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৩.৬৪ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন পরে হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

আমান ফিডের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

aman-feed-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড মিল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৬৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৩.৬৮ টাকা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

এসএস স্টিলসের আইপিও সাবস্ক্রিপশন শুরু : চলবে ৯ দিন

SS stillস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএস স্টিলস লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন শুরু হয়েছে। আর বিনিয়োগকারীরা এই আবেদন আগামী ৯ কার্য দিবস পর্যন্ত জমা দিতে পারবেন ৭ নভেম্বর পর্যন্ত।

কোম্পানি সূত্র জানা যায়, ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এসএস স্টিলস লিমিটেডকে ২৫ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এই আইপিও সাবস্ক্রিশনের দিন নির্ধারণ করে দিয়েছে কমিশন।

জানা যায়, এসএস স্টিলস লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন শুরু ২৮ অক্টোবর। আর বিনিয়োগকারীরা এই আবেদন জমা দিতে পারবেন ৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৭ জুলাই বিএসইসির ৬৫১তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২৫ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এসএস স্টিলস লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫.৩৫ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ১.২০ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/