ডেসকোর দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার দিন পিছালো

descoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার দিন পিছানো হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আগামী ২ জানুয়ারি আহবান করা হয়েছে। এর আগে ২১ জানুয়ারি আহবান করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৬ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

এ্যাপেক্স ফুডস ও এ্যাপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি এ্যাপেক্স ফুডস ও এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১০ টা ও সাড়ে ১০টায় গুলশান নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এ সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ধনী মানুষ বৃদ্ধিতে বিশ্বে তৃতীয় হবে বাংলাদেশ

dhaka cityস্টকমার্কেটবিডি ডেস্ক :

অতি ধনী বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ ছিল বিশ্বে প্রথম। এবার ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকেও শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স ‘গ্লোবাল এইচএনডাব্লিউ অ্যানালিসিস : দ্য হাই নেট ওর্থ হ্যান্ডবুক’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, সামনের পাঁচ বছরে বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা ১১.৪ শতাংশ বাড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০টি দেশ ধনী বৃদ্ধির হারে শীর্ষে থাকবে। ধনী বৃদ্ধির হারে বিশ্বে শীর্ষে থাকবে নাইজেরিয়া। দ্বিতীয় মিসর। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদশ। এরপর যথাক্রমে ভিয়েতনাম, পোল্যান্ড, চীন, কেনিয়া, ভারত, ফিলিপাইন ও ইউক্রেন। ২০১৮ সালে সম্পদশালী বৃদ্ধির হার ও ২০২৩ সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে এ হিসাব করেছে ওয়েলথ-এক্স।

এর আগে গত সেপ্টেম্বরে ওয়েলথ-এক্স এক প্রতিবেদনে বলেছিল, গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভারত, চীন, যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় বাংলাদেশের ধনীরা উঠে এসেছে শীর্ষে।

তিন কোটি ডলার বা ২৫০ কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হারে বাড়ছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রতিবছর ১৭ শতাংশ হারে অতি ধনীর সংখ্যা বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ফ্রান্সের আন্দোলন এখন অর্থনৈতিক ব্যবস্থা পাল্টানোর দাবিতে

094618yellow-vestস্টকমার্কেটবিডি ডেস্ক :

ফ্রান্সে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন শুরু হলেও তা রীতিমতো পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে পাল্টানোর দাবিতে রূপ নিয়েছে। সরকার পিছু হটে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করলেও আন্দোলন থামেনি।

আন্দোলনটিকে অনেকেই সরকারবিরোধী আন্দোলন বলে মনে করেছিলেন। তবে এখন আন্দোলনকারীরা সরকারের নানা সংস্কার কর্মসূচির বিরুদ্ধে, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছেন।

আন্দোলনকারীরা শুধু মেক্রন সরকারকে হটাতে চাইছেন না, বদলাতে চাইছেন বৈষম্যভিত্তিক পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে। আন্দোলনকারীরা দাবি করছেন ধনীদের সরকার হটানো ও অর্থনৈতিক ব্যবস্থা পাল্টানোর।

ফ্রান্স সরকার প্রায় ৯০ হাজার রায়ট পুলিশ নামিয়েছে আন্দোলন দমন করতে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠি, গুলি (রাবার বুলেট), কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে নির্বিচারে। শত শত আন্দোলনকারীকে গ্রেপ্তারও করেছে। তার পরেও কমছে না আন্দোলন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২য় প্রান্তিক বোর্ড সভা ২৬ জানুয়ারি

altexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ঢাকার বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

২০২১ সালে ৬ষ্ঠ ইউনিট চালু করবে এমআই সিমেন্ট

mi cementস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেডের আগামী ২০২১ সালের মধ্যে ৬ষ্ঠ ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে । রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড। মুন্সিগঞ্জ জেলায় এই কারখানাটি স্থাপন করা হবে। এই ইউনিট স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা।

এই ইউনিটটি চালু হলে এমআই সিমেন্ট লিমিটেডের প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেট্রিকটন থেকে বেড়ে ১৯,৪০০ মেট্রিকটনে দাঁড়াবে।

নতুন এই ইউনিটে উৎপাদন ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

জেএমআই সিরিঞ্জের ২য় প্রান্তিক বোর্ড সভা ২৪ জানুয়ারি

JMI-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় ঢাকায় অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

গ্রামীনফোনের বাৎসরিক বোর্ড সভা ২৭ জানুয়ারি

grameenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ৩ টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে গ্রামীনফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আজিজ পাইপসের ২য় প্রান্তিক বোর্ড সভা ২৪ জানুয়ারি

Aziz-Pipies-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ঢাকায় অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ