ধনী মানুষ বৃদ্ধিতে বিশ্বে তৃতীয় হবে বাংলাদেশ

dhaka cityস্টকমার্কেটবিডি ডেস্ক :

অতি ধনী বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ ছিল বিশ্বে প্রথম। এবার ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকেও শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স ‘গ্লোবাল এইচএনডাব্লিউ অ্যানালিসিস : দ্য হাই নেট ওর্থ হ্যান্ডবুক’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, সামনের পাঁচ বছরে বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা ১১.৪ শতাংশ বাড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০টি দেশ ধনী বৃদ্ধির হারে শীর্ষে থাকবে। ধনী বৃদ্ধির হারে বিশ্বে শীর্ষে থাকবে নাইজেরিয়া। দ্বিতীয় মিসর। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদশ। এরপর যথাক্রমে ভিয়েতনাম, পোল্যান্ড, চীন, কেনিয়া, ভারত, ফিলিপাইন ও ইউক্রেন। ২০১৮ সালে সম্পদশালী বৃদ্ধির হার ও ২০২৩ সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে এ হিসাব করেছে ওয়েলথ-এক্স।

এর আগে গত সেপ্টেম্বরে ওয়েলথ-এক্স এক প্রতিবেদনে বলেছিল, গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভারত, চীন, যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় বাংলাদেশের ধনীরা উঠে এসেছে শীর্ষে।

তিন কোটি ডলার বা ২৫০ কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হারে বাড়ছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রতিবছর ১৭ শতাংশ হারে অতি ধনীর সংখ্যা বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *