বিশিষ্ট শিল্পপতি আবদুল মোনেম আর নেই

mustofa_kamal_syedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সুপরিচিত শিল্পগোষ্ঠী আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) প্রতিষ্ঠাতা আবদুল মোনেম মারা গেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)।

আজ রবিবার সকাল ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন আবদুল মোনেম লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ইগলু আইসক্রিম, ফুড অ্যান্ড ডেইরির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান।

জি এম কামরুল হাসান বলেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আবদুল মোনেমের মৃত্যু হয়। মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় গত ১৭ মে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি কিডনির রোগেও ভুগছিলেন।’

কামরুল হাসান আরও বলেন, আবদুল মোনেমের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি নিজের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

আবদুল মোনেম লিমিডেটের নির্মাণ, খাদ্য, পানীয়, ওষুধ, অর্থনৈতিক অঞ্চলসহ নানা খাতে ব্যবসা রয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৬ সালে আবদুল মোনেম নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। এএমএলে ১০ হাজারের বেশি কর্মী কাজ করে।

আবদুল মোনেমের দুই ছেলে এ এস এম মাইনুদ্দিন মোনেম ও এ এস এম মহিউদ্দিন মোনেম আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংক এশিয়ার ২১তম এজিএম স্থগিত

bank_asia_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়ে।  এজিএমের তারিখ পরবর্তীতে জানানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৯ এপ্রিল বার্ষিক সাধারণ সভাটির (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল।

ব্যাংকটির এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

স্টকমার্কেটবিডি.কম/বি

দুটি ব্যাংকের বোর্ড সভা আজ

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংখাতের দুই প্রতিষ্ঠান এক্সিম ও উত্তরা ব্যাংকের বোর্ড সভা আজ (৩১ মে) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ দিন বিকাল ৩টায় এক্সিম ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।

অন্যদিকে একইদিন সাড়ে তিনটায় উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ ২০২০ অর্থবছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডাচ্ বাংলা ব্যাংকের এজিএম স্থগিত

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকি খাতের প্রতিষ্ঠান ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়ে।  এজিএমের তারিখ পরবর্তীতে জানানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৭ এপ্রিল বার্ষিক সাধারণ সভাটির (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল।

ব্যাংকটির এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত

bgic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যূরেন্স কোম্পানি  ইন্স্যূরেন্স লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়ে।  এজিএমের তারিখ পরবর্তীতে জানানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৮ এপ্রিল বার্ষিক সাধারণ সভাটির (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল।

বিমাটির এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনিক হোটেলের ৩য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট  লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৭ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫৪ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় গত বছরের তুলনায় কমেছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৯ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৭৯  টাকা। এ হিসাবে গত বছরের তুলনায়  চলতি বছরের ৯ মাসে কোম্পানির আয় কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৯.৯৬ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ৮০.৬৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

কহিনূর কেমিক্যালসের ৯ মাসের ইপিএস ৫.৭৭ টাকা

kohiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি কহিনূর কেমিক্যালস  লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৯৯ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় গত বছরের তুলনায় কমেছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৭৭ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬.০৩  টাকা। এ হিসাবে গত বছরের তুলনায়  চলতি বছরের ৯ মাসে কোম্পানির আয় কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৬.৮৫ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ৪৩.৬৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

দৃশ্যমান হলো পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটার

padma-bridge-spanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুর ৩০তম স্প্যান বসানো হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় সেতুর জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দীর্ঘ ‘৫বি’ নম্বর স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর চার হাজার ৫০০ মিটার। বাকি থাকল আর ১১টি স্প্যান স্থাপনের কাজ; যা বসে গেলে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর পুরোটা দৃশ্যমান হবে। সেগুলোও দ্রুত বসানোর কাজ চলছে। এর আগে গত ৪ মে মাওয়া প্রান্তে বসানো হয়েছিল ২৯তম স্প্যানটি।

পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ূন কবীর জানান, শুক্রবার তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতাসম্পন্ন ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি বহন করে জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর পিলারের কাছে নিয়ে নোঙর করে রাখা হয়। গতকাল সকাল ৭টার দিকে স্প্যানটি পিলারের ওপর ওঠানোর কাজ শুরু করে সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি পিলারের ওপর ওঠানোর কাজ সমাপ্ত করেন পদ্মা সেতুর প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা। পদ্মা সেতুতে বসানোর জন্য আরো পাঁচটি স্প্যান প্রস্তুত আছে। এর মধ্যে দুটিতে রং করার কাজ চলছে। মূল সেতুর কাজ হয়েছে ৮৬.৫০ শতাংশ। কাজের ধারাবাহিকতা অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারের ঘোষণা অনুযায়ী (আগামী বছর জুন মাসে) সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া দ্রুতগতিতে এগিয়ে চলেছে স্প্যানের ওপরে স্লাব বসানোর কাজও। সেতুর ওপরের তলায় রোডওয়ে স্লাব বসবে ২৯১৭টি। এর মধ্যে তৈরি হয়ে গেছে ২৭২৭টি। বসানো হয়েছে ৫৮১টি। নিচতলায় রেলওয়ে স্লাব বসবে ২৯৫৯টি। এর সবই তৈরি হয়ে গেছে। আর স্থাপন করা হয়েছে ১১০৫টি। দুই পারে তিন কিলোমিটার দীর্ঘ সংযোগ সেতুর কাজও পুরোদমে এগিয়ে চলেছে। সুপার টি গার্ডার স্থাপন হচ্ছে সমানে।

স্টকমার্কেটবিডি.কম/