ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা আবারো আহবান

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ আগষ্ট আবারো আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় চট্টগ্রামে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরে প্রথম সপ্তাহে কোম্পানিটি এই বোর্ড সভাটি আহবান করে পরে তা স্থগিত করে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিদেশে টিউশনি ফি ব্যাংকিং চ্যানেলে পাঠানো যাবে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলমান করোনা পরিস্থিতিতে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভার্চুয়াল মিটিংয়ের চার্জ সেবাদাতা প্রতিষ্ঠানকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত আলাদা দুটি সার্কুলার জারি করা হয়েছে।

সেমিস্টার ফি সংক্রান্ত সার্কুলারে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী দেশের বাইরে বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে অনলাইনের সহযোগিতা নিচ্ছেন। সেই কোর্স ফি ব্যাংকিং চ্যানেলে পাঠানো যাবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুই সেমিস্টারের অর্থ পাঠাতে পারবেন। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে।

অন্য সার্কুলারে বলা হয়েছে, চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠক ভার্চুয়ালি সম্পন্ন হচ্ছে। এসব সেমিনার ও ওয়েবিনারের অর্থ সেবাদাতা প্রতিষ্ঠানকে পরিশোধে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে পারবে। প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ টাকা ভার্চুয়াল কার্ড অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠাতে পারবেন সেবা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও  ৫ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯.৪৫ টাকা ।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৬২.৪৫ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর  অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৫ সেপ্টেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম