বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ১.১২ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৩৭ টাকা।

আগামী ১০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৮ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

মেঘনা লাইফের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

megna-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৯ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সোমবার বিমাটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

আগামী ২২ অক্টোবর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘রবি’র সাবসিডিয়ারি কোম্পানির সাথে জেনেক্স ইনফোসিসের চুক্তি

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর রবি এক্সিয়াটা লিমিটেডের এক সাবসিডিয়ারি কোম্পানির সাথে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হযেছে।

এই চুক্তিটি রবি এক্সিয়াটা লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি রেডডট ডিজিটাল লিমিটেডের সাথে হয়েছে। চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস গ্রাহকদের ‘বিঙ্গি’র মাধ্যমে একটি বিনোদনমূলক সেবা প্রদান করবে। নেটফ্লেক্সের মতো এ ‘বিঙ্গি’র মাধ্যমে জনগন ভিডিও ইন্টারটেইনমেন্ট নিতে পারবে।

একই সেবায় একটি ইন্টারনেট প্রোটােকল টেলিভিশন বা আইপিটিভি পরিচালিত হবে। যেখানে নির্ধারিত ভিডিও ইন্টারটেইনমেন্ট প্রচার করা হবে।

এসব সেবার জন্য ইতিমধ্যে কোম্পানিটিকে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিনিকেশন রেগুলেরেটরি কমিশন (বিটিআরসি)।

এই সেবার মাধ্যমে কোম্পানিটি বাৎসরিক সাম্ভাব্য আয় হবে ৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ ইন্ডাস্ট্রিজের আয় কমেছে

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫৫ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকা। গত বছরের একই সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.১৬ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৫৬ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চ ছিল ২০.৮৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

মোবাইল ব্যাংকিংয়ে যাবে সামাজিক নিরাপত্তা ভাতা

mobilস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সমাজসেবা অধিদপ্তরের আওতাধনী সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ মোবাইল ফিন্যানশিয়াল সেবার (এমএফএস) মাধ্যমে বিতরণের পদক্ষেপ নিয়েছে সরকার। এ জন্য পরীক্ষামূলকভাবে আট বিভাগের ভিন্ন আটটি ইউনিয়নের ১৩ হাজার ৮৪৫ জন সুবিধাভোগীর মধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা বিতরণ করা হবে।

চারটি এমএফএস অপারেটরের মাধ্যমে এই ভাতা বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এরই মধ্যে নগদ, বিকাশ, শিওরক্যাশ এবং রকেটকে এ বিষয়ে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। শিগগিরই এসংক্রান্ত কার্যক্রম শুরু হবে।

পরীক্ষামূলক সেবার অংশ হিসেবে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যানশিয়াল সেবা নগদ কুমিল্লা ও লালমনিরহাট জেলার দুটি ইউনিয়নের চার হাজার ১১৪ জনকে ভাতা প্রদান করবে, যা মোট তালিকার প্রায় ৩০ শতাংশ। সমাজসেবা অধিদপ্তরের দেওয়া তালিকা অনুসারেই ভাতা বিতরণের পরীক্ষা চালাবে এমএফএস অপারেটরগুলো। গোপালগঞ্জ ও সিলেট জেলার দুটি ইউনিয়নের তিন হাজার ৬৯৫ জন ভাতা গ্রহণকারীর ওপর পরীক্ষামূলক কার্যক্রম চালাবে বিকাশ। শিওরক্যাশ ভোলা এবং নীলফামারী জেলার দুই ইউনিয়নে তিন হাজার ৩৩১ জন ভাতাগ্রহীতা এবং রকেট নাটোর ও খুলনা জেলার দুই হাজার ৭০৫ জনকে ভাতা দেবে।

সরকার টু গ্রাহক (জিটুপি) পদ্ধতির এই ফান্ড বিতরণের পুরো কার্যক্রম চলবে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে। তারাই এমএফএস অপারেটরগুলোকে তালিকা সরবরাহ করবে। এমএফএস অপারেটরদের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের সরকারি ভাতা বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘নগদ মনে করে এটি সরকারের দিক থেকে খুবই সময়োচিত একটি সিদ্ধান্ত।’

‘আমার বিশ্বাস এই পদক্ষেপের কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা বিতরণ একদিকে যেমন স্বচ্ছ হবে, অন্যদিকে আবার সুবিধাভোগীরাও খুবই সহজে এবং নিরাপদে তাঁদের ভাতা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন। তা ছাড়া সমাজসেবা অধিদপ্তরের কাজের মধ্যেও ডিজিটাইজেশনকেও ত্বরান্বিত করবে এই পদক্ষেপ,’ বলেন মিশুক।

চলতি বছর বাজেটে সরকার সামাজিক নিরাপত্তা খাতে সব মিলে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা আগের বছরের চেয়ে ১৬.৭৪ শতাংশ বেশি। এর আগে গত এপ্রিল মাসে করোনায় কাজ হারানো ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই হাজার টাকা করে বিশেষ বরাদ্দ দেন। এই তালিকায় চারটি এমএফএস অপারেটর থাকলেও নগদ ১৭ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর সতায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব পায়। তখন বিকাশ ১৫ লাখ, রকেট ১০ লাখ এবং শিওরক্যাশ আট লাখ পরিবারকে ভাতা বিতরণের দায়িত্ব পেয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

চট্টগ্রাম বন্দর ছয় ধাপ এগিয়ে এবার ৫৮তম

saport-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ৫৮তম অবস্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান সমুদ্রবন্দরটি ২০১০-১৯ পর্যন্ত ১০ বছরে ৩০ ধাপ এগিয়েছে। এক বছরের ব্যবধানে ছয় ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর।

লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক প্রাচীন সংবাদমাধ্যম লয়েডস লিস্ট প্রতিবছর এ তালিকা প্রকাশ করে। যাতে ২০১৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৪তম। সর্বশেষ প্রকাশিত হলো ২০১৯ সালের তালিকা।

২০১০-২০১৯ সাল পর্যন্ত যথাক্রমে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৮৮, ৮৯, ৯০, ৮৬, ৮৭, ৭৬, ৭১, ৭০, ৬৪ ও ৫৮।

চট্টগ্রাম বন্দর দিয়ে মোট পণ্য পরিবহনের ২৭ ভাগ কনটেইনারে হয়ে থাকে। যা দেশের মোট কনটেইনারবাহী পণ্যের ৯৮ শতাংশ। বাকি পণ্য বাল্ক, ব্রেক বাল্ক ও ট্যাংকার জাহাজে আমদানি হয়। এসব খোলা পণ্যের বেশিরভাগই সিমেন্ট, ইস্পাত, সিরামিক, চিনি, ডাল, গম ইত্যাদি খাদ্য, কয়লা, ভোজ্য ও জ্বালানি তেল।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ, নতুন নতুন হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংগ্রহের পাশাপাশি সরকার, নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় একের পর এক সাফল্য স্বীকৃতি পাচ্ছে।

বিশ্বের সেরা কনটেইনার পোর্টের স্বীকৃতি মিলেছে চীনের সাংহাইয়ের। এ তালিকায় চীনের আছে আরও ২২টি বন্দর। দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। ১০০তম হয়েছে তাইওয়ানের তাইপে বন্দর।

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ মেনুফেকচারিংয়ের ৩য় প্রান্তিক আয় কম

alifস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আলিফ মেনুফেকচারিং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৩ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। গত বছরের একই সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৩ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৬৪ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চ ছিল ১৪.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/