ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৮২ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ মে থেকে ২ জুন) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ১.৮২ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিলো ১৪.২৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪.৫৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৬ পয়েন্ট বা ১.৮২ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিলো ১৪.৩৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪.২৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৯ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ কমেছিলো।

স্টকমার্কেটবিডি.বিডি//

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইপিডিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৫৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৪০ কোটি ৪৬ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড ১২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিএসপি ফাইন্যান্সের ১০৬ কোটি ৮৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯৪ কোটি ৯৪ লাখ,  জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিংয়ের ৯১ কোটি ৭১ লাখ, জেনেক্স ইনফোসিসের ৭৪ কোটি ৯১ লাখ, বাংলাদেশ ফাইন্যান্সের ৭৩ কোটি ২২ লাখ, বেক্স ফার্মার ৬৯ কোটি ৯১ লাখ ও এসিআই ফরমুলেশন লিমিটেডের ৬৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ দিনে ডিএসইতে মূলধন বেড়েছে ১২ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১২ হাজার কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে লেনদেন ও সবগুলো সূচকই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৩ হাজার ৫৪ কোটি ৮৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৮.৫৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৭৮৫ কোটি ২২ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৮৪ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২৮.৫৫ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৫১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৮.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৫৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৪২.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৫৬টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ার ও ইউনিটের দর। আর ৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ২৭৭ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১২,২৭৫ কোটি টাকা বা ২.৪২ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/