অবৈধ স্বর্ণে বছরে পাচার ৭৩ হাজার কোটি টাকা: বাজুস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবৈধভাবে দেশে স্বর্ণ চোরাচালানের মাধ্যমে প্রতি বছর প্রায় ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাজুস নেতারা।

সারাদেশে জুয়েলারি শিল্পের বাজারে অস্থিরতা, চলমান সঙ্কট ও সমস্যা, দেশি-বিদেশি চোরাকারবারি সিন্ডিকেটের দৌরাত্ম্য, অর্থপাচার ও চোরাচালান বন্ধ এবং কাস্টমসসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযানের দাবিতে এ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং এন্ড ল এনফোর্সমেন্ট।

এতে বক্তারা বলেন, বাজুসের প্রাথমিক ধারণা- প্রবাসী শ্রমিকদের রক্ত-ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রার অপব্যবহার করে প্রতিদিন সারাদেশের জল, স্থল ও আকাশ পথে কমপক্ষে প্রায় ২০০ কোটি টাকার অবৈধ সোনার অলংকার ও বার চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে।

স্টকমার্কেটবিডি.কম///

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১ এর ইউনিট হোল্ডারদের জন্য ট্রাস্টি ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০২২-এ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এই লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৭৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম///

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত সভায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩০ জুন ২০২২ সালের সমাপ্ত বছরের ফান্ডের অ্যাকাউন্ট ও নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) অনুমোদন করা হয়।

এতে ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২২ পর্যন্ত সব ইউনিট হোল্ডারের জন্য ইউনিট প্রতি ৮.০০% ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩০ জুন ২০২২ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী ফান্ডের সব সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭৪২,৮১৭,০২৮.০০ টাকা এবং বাজারমূল্যে ৮২৮,৫০২,৫৪৬.০০ টাকা।

অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১.১১ টাকা এবং বাজারমূল্যে ১২.৩৯ টাকা, নিট লভ্যাংশ ৫৫,৯৫৮,০৬৯.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় ০.৮৪ টাকা। —বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে পিই রেশিও কমেছে ২.২৬ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সোয়া দুই শতাংশ কমেছে। । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.১৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৮৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩২ পয়েন্ট বা ২.২৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় মালেক স্পিনিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ২ কোটি ৭২ লাখ ২৬ হাজার ১৯১টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৩৩২ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ৩ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১১২ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো সিএনজির ২ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী-পার্ল হোটেলের ৮৪ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৮০ কোটি ৪৬ লাখ ১৩ হাজার টাকার, সোনালী পেপারের ৬৬ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার টাকার, কপারটেকের ৬৫ কোটি ৬২ লাখ ৪৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিয়রঢন ৬৫ কোটি ২২ লাখ ৭৩ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৬৪ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬১ কোটি ৩৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

৪ দিনে ডিএসইতে মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারের সব সূচকই কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। সপ্তাহটিতে ১০ হাজার কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারীরা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৩ হাজার ৪৭৭ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার ০৫৪ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ০৩ হাজার ২৬৬ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৭৪২ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১০ হাজার ২১০ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৩১২ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৫৮৪ কোটি ৫ লাখ ২৫ হাজার ৯৯২ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৫৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ০৭৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে এক হাজার ৪৭৪ কোটি ৫৯ লাখ ০২ হাজার ০৮৬ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৩.৪৮ পয়েন্ট বা ২.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪৮.৭৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৯.৪৭ পয়েন্ট বা ২.১৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭০.৮১ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৫.৭২ পয়েন্টে এবং দুই হাজার ১৯৪.৩৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টির বা ১০.৬২ শতাংশের, কমেছে ২৮৭টির বা ৭৪.৩৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির বা ১৫.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

স্টকমার্কেটবিডি.কম///