ডিএসইতে পিই রেশিও বেড়েছে ২.৮৪ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২.৮৪ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.১৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.৫৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪০ পয়েন্ট বা ২.৮৪ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

চালের দাম কেজিতে দুই টাকা কমলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার শুল্ককর ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে চালের দাম কেজিতে ২ টাকা কমেছে।

আমদানিকৃত চাল এখনো বাজারে আসেনি, আমদানির খবর শুনেই কম দামে চাল বিক্রি করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলির চালের বাজার ঘুরে দেখা যায়, দুইদিনের ব্যবধানে প্রতি প্রকার চালের দাম কেজিপ্রতি ২ টাকা কমে গেছে। ৫২ টাকার স্বর্ণা-৫ চাল ২ টাকা কমিয়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। ৬৬ টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজিতে। ৭০ টাকার সম্পাকাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজিতে এবং ৫৭ টাকার ২৯ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। কিছুটা দাম কমায় খুশি ক্রেতা-বিক্রেতারা।

হিলি বাজারে চাল কিনতে আসা লুৎফর রহমান বলেন, চাল কিনলাম সম্পাকাটারি, কেজি নিয়েছে ৬৮ টাকা, এর আগে দাম ছিল ৭০ টাকা। মাত্র দুই টাকা কমেছে। আর একটু দাম কমলে ভাল হতো।

হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন শাহ বলেন, আমরা এখনো ভারত থেকে আমদানিকৃত চাল কিনি নাই। ভারতের চাল বাজারে আসার কথা শুনেই আগের চালগুলোই আমরা কেজিপ্রতি দুই টাকা কমে বিক্রি শুরু করেছি। ভারতীয় চাল বাজারে আসলে দাম আরও কমে যাবে।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৮২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৮১ লাখ টাকার।

বাংলাদেশ শিপিং করপোরেশনে লিমিটেড ২৬৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  মালেক স্পিনিং মিলসের ২৩৯ কোটি ৯১ লাখ, লাফার্জ হোলসিম বিডির ২৩৮ কোটি ৯৮ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ২২৫ কোটি ৯৩ লাখ, ফরচুন সুজের ২১২ কোটি ৩৮ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৮৫ কোটি ৫০ লাখ, র ১৫৩ কোটি ৫২ লাখ, ম্যাকসন স্পিনিং মিলসের ১৬৯ কোটি ৫৬ লাখ ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ দিনে বাজার মূলধন বেড়েছে ৮,৬৪৫ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৮৬৪৫ কোটি টাকা বেড়েছে। এসপ্তাহে সেখানে লেনদেন ও সূচকের বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৭.২২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১,৭৯২ কোটি ২৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১,৩৮৬ কোটি ৭৮ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩৭.২২ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৮.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩০৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৮.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৯টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৮৮৫কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৮৬৪৫ কোটি টাকা বা ১.৬৮ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///