শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দেশের প্রথম ও প্রধান এই স্টক এক্সচেঞ্জ আইপিওতে ৩৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়বে। শেয়ার সংখ্যা ৬৩ কোটি ১৩ লাখ।

ডিএসই কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে তুলে ধরার জন্য বৈঠকে বসতে কমিশনের কাছে সময় চেয়েছে। সম্প্রতি কমিশনের কাছে চিঠি দিয়ে এই সময় চাওয়া হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা সংক্রান্ত আইনে (ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট) ডিএসই ও সিএসইর তালিকাভুক্তির বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ারবাজারে ২০১০ সালের ধসের পর ২০১৩ সালে এই আইনটি প্রণয়ন করা হয়। সে সময় ডিএসইর পুরো সম্পদের ভিত্তিতে (১ হাজার ৮০৩ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা) ১০ টাকা অভিহিত মূল্যের প্রায় ১৮০ কোটি ৩৮ লাখ শেয়ার সৃষ্টি করা হয়।

আলোচিত শেয়ারের মধ্যে ৪০ শতাংশ শেয়ার পেয়েছে ডিএসইর সদস্যরা। বাকী ৬০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ কৌশলগত বিনিয়োগকারী এবং ৩৫ শতাংশ আইপিওর মাধ্যমে স্থানীয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার কথা ছিল।

কৌশলগত বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার ২০১৮ সালে চীনের শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কাছে বিক্রি করা হয়েছে। কিন্তু বাকী ৩৫ শতাংশ শেয়ার বিক্রিতে তেমন কোনো অগ্রগতি ছিল না এতদিন।

এ অবস্থায় ২০২১ সালের ১৩ ডিসেম্বর বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জকে ৩৫ শতাংশ শেয়ার ছাড়ার নির্দেশ দেয়। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ পরিকল্পনা চলতি বছরের ১০ জানুয়ারির মধ্যে জমা দিতে সময় বেঁধে দেয়া হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিএসই এ সংক্রান্ত একটি পরিকল্পনা কমিশনে জমা দেয়। বিষয়টি নিয়ে কাজ করতে চলতি বছরের মার্চে বিএসইসি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে হয়। কমিটির সদস্যরা হলেন, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক আবুল কালাম, অতিরিক্ত পরিচালক কাওসার আলী এবং যুগ্ম পরিচালক জহিরুল হক।

বিএসইসির লাগাতার তাগিদে ডিএসইর শেয়ার অফলোড প্রক্রিয়ায় কিছুটা গতি আসে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি নিজেদের তালিকাভুক্তির জন্য আলাদা একটি রেগুলেশনের খসড়া তৈরি করেছে। অনুমোদনের জন্য খসড়াটি ইতোমধ্যে কমিশনের কাছে জমাও দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

শরীফ হাসান এফসিএস আবারো আইসিএসবির কাউন্সিলর নির্বাচিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং ইউনিক গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক এবং কোম্পানি সচিব মো. শরীফ হাসান দেশের শীর্ষস্থানীয় ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) দ্বিতীয়বারের মতো কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন।

এরআগে ২০১৯-২০২২ মেয়াদে তিনি আইসিএসবির কর্পোরেট আইন পর্যালোচনা সাব কমিটির চেয়ারম্যান ছিলেন।

শরীফ হাসান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পক্ষে স্টার অ্যালাইড ভেঞ্চার লিমিটেডের বোর্ডে প্রতিনিধিত্ব করেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিও করেছেন।

স্টকমার্কেটবিডি.কম///

  1. ওরিয়ন ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ইষ্টার্ণ হাউজিং
  4. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. সোনালী পেপার এন্ড বোর্ড
  7. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  8. শাইনপুকুর সিরামিকস
  9. বিবিএস ক্যাবলস
  10. কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে লেনদেন কিছুটা বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫৪৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৪৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৯০ কোটি ১৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৮৪ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১২টির, আর দর অপরিবর্তিত আছে ১৮০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইষ্টার্ণ হাউজিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালী পেপার এন্ড বোর্ড, জেএমআই হসপিটাল রিকুইজিটি, শাইনপুকুর সিরামিকস, বিবিএস ক্যাবলস ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৯.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৮১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ২১ কোটি ২৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

তিতাস গ্যাসের বোর্ড সভা ১২ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি তিতাস গ্যাসের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সোয়া ২টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

কন্যা-পুত্রদের শেয়ার দিবেন এক্সিম ব্যাংকের পরিচালকরা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা পরিচালক নিজের শেয়ার তাদের কন্যাদেরকে প্রদান করার ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

নুরুল ইসলাম মজুমদার নামে ব্যাংকটির এক পরিচালক তার আনিকা ইসলামকে ৭৮ লাখ ৭৫ হাজার শেয়ার প্রদান করবে। তার হাতে ব্যাংকটির মোট ৬ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৯১৩টি শেয়ার রয়েছে।

নাসরিন ইসলাম নামে ব্যাংকটির আরেক পরিচালক তার কন্যা আনিকা ইসলামকে ৫১ লাখ ৫৭ হাজার ৫০০টি ও পুত্র ওয়ালিদ ইবনে ইসলামকে ১ কোটি ২৯ লাখ ৩ হাজার শেয়ার প্রদান করবে। তার হাতে ব্যাংকটির মোট ৫ কোটি ২০ লাখ ৬০ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।

ডিএসইর অনুমোদন সাপেক্ষে এসব শেয়ার উপহার সরূপ তাদেরকে প্রদান করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

যমুনা ব্যাংকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবু খায়ের মোহাম্মদ সাখাওয়াত নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ১৫ লাখ শেয়ার বিক্রি করলেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ১,৪৫,৫৬,৭৭৩টি শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফেডারেল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘এএ’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-২। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৭-২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি