ডিএসইতে ৫৭১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে বেড়েছে লেনদেন। আজ মঙ্গলবার ডিএসইতে ৫৭১ কোটি টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৫৭১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। যা গতকাল সোমবার এ লেনদেন ছিল ৪৬৮ কোটি টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- লংকা বাংলা, বিএসআরএম লি., কাসেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ।

এদিকে দিনশেষে সিএসই সার্বিক সূচক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *