দিনের লেনদেনে আজ উর্ধ্বগতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন ও সূচকের উর্ধ্বগতি চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) লেনদেন শুরুর ২ ঘণ্টা পর অর্থাৎ সকাল ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৬১.২৭ পয়েন্ট বেড়ে ৫১৯৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৯.৪৬ পয়েন্ট কমে ১১৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৯১ পয়েন্ট বেড়ে ১৮৬৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৬৭.৭৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করে।

সকাল ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। এই সময়ের ১০২টির দাম বেড়েছে, কমেছে ৪৬টির। আর ৫৪টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *