শেষদিনে ইতিবাচক ধারায় লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে মিশ্রভাব থাকলেও শেষ কার্য দিবসে উভয় শেয়ারবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে। দুই বাজারেই লেনদেন আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬০৮ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৪.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৬.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪৭ পয়েন্টে।

আর এদিন টাকায় লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল বুধবার ৩৯৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৮৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে – এসিআই লি., বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, কাশেম ড্রাইসেলস, সামিট পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, তিতাস গ্যাস, আফতাব অটো, এমআই সিমেন্ট ও এমারেল্ড অয়েল।

বৃস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। যা টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *