এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুতের সমস্যা সমাধানে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

আজ রবিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠক প্রসঙ্গে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন একেক এলাকার শিল্পকারখানা বন্ধ রাখার পদ্ধতি অবলম্বন করলে দিনে ৪৯০ মেগাওয়াটের মত বিদ্যুৎ সাশ্রয় হবে। বিষয়টি পরীক্ষামূলক। বাস্তবে এর সুফল পাওয়া যাচ্ছে কি না তা এক মাস পরে বোঝা যাবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *