এসকোয়ার নিট কম্পোজিটের সাবস্ক্রিপশন শেষ হবে ২০ জানুয়ারি

esqureস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদন পাওয়া এসকোয়ার নিট কম্পোজিটের সাবস্ক্রিপশন শেষ হবে আগামী ২০ জানুয়ারি। এই সাবস্ক্রিপশন গতকাল রবিবার হতে শুরু হয়েছে।

এই আবেদনের জন্য ১০০ শেয়ারে এক লট নিধৃারণ করা হয়েছে। আর প্রতিটি শেয়ারের ৪০ টাকা হিসাবে এক লটের জন্য আবেদনকারীদের ৪ হাজার টাকা জমা দিবে।

এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য ৪৮.০৮ মার্কিন ডলার বা ৪২.৫২ ইউরো প্রতি লটের জন্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই বিকাল ৫টায় শুরু হওয়া কোম্পানিটির বিডিং ৭২ ঘন্টায় বা বৃহস্পতিবার (১২ জুলাই) বিকাল ৫টায় শেষ হয়। আর নিলামে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। এই শেয়ার পেতে নিলামে যোগ্য বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে সর্বোচ্চ ৫৩ টাকা থেকে ১৫ টাকা দর প্রস্তাব করেন। এবং মোট ৮৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেন। তবে নিলামে বরাদ্দকৃত টাকা বিডারদের সর্বোচ্চ ৫৩ টাকা থেকে ৪৫ টাকার প্রস্তাবিত দরে এসে পূরণ হয়েছে।

বিডিংয়ের ৫০৮টি বিডার দর প্রস্তাব করেন। এরমধ্যে ৪৫ টাকা দরে সবচেয়ে বেশি ৯৪ বিডার দর প্রস্তাব করেন। এই ৯৪ বিডার ৩ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৯০০টি শেয়ার ১৮৭ কোটি ৭ লাখ ৪০ হাজার ৬০০ টাকায় কেনার জন্য দর প্রস্তাব করেন। এরপরে ৩০ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করেন ৭৩ বিডার এবং তৃতীয় সর্বোচ্চ ৫৬ জন ৩৫ টাকা করে দর প্রস্তাব করেন।

বিডিংয়ে ৫০৮ জন বিডার ৫৩ টাকা থেকে ১৫ টাকায় দর প্রস্তাব করেন। এবং ৮৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেন।

এখন পর্যন্ত ৫৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪৬ টাকায় ৯টি প্রতিষ্ঠান, ৪৫ টাকায় ৯৪টি প্রতিষ্ঠান, ৪৪ টাকায় ২টি প্রতিষ্ঠান, ৪৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪২ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৪১ টাকায় ৪ টি প্রতিষ্ঠান, ৪০ টাকায় ৩১টি প্রতিষ্ঠান, ৩৯ টাকায় ১৯ টি প্রতিষ্ঠান, ৩৮টাকায় ১৫টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ১৯টি প্রতিষ্ঠান, ৩৬ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ৫৬টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ৩৩ টাকায় ৮ টি প্রতিষ্ঠান, ৩২ টাকায় ৩৭ টি প্রতিষ্ঠান, ৩১ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৩০ টাকায় ৭৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করে।

এছাড়া ২৯ টাকায় ৩ টি প্রতিষ্ঠান, ২৮ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ২৭ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২৬ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২৫ টাকায় ৩৯টি প্রতিষ্ঠান, ২৪ টাকায় ৪টি প্রতিষ্ঠান, ২৩ টাকায় ৬টি, ২২ টাকায় ৮টি, ২১ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২০ টাকায় ২১টি প্রতিষ্ঠান, ১৮ টাকায় ১টি প্রতিষ্ঠান, ১৬ টাকায় ১ টি প্রতিষ্ঠানও ১৫ টাকায় ৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দেয়।

বিডিংয়ের পরে কাটঅফ প্রাইস ৪৫ টাকা নিধারণ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলে ৪০ টাকা দরেই আইপিও শেয়ার কিনতে হবে সাধারণ বিনিযোগকারীদের।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *