কটন প্লান্টে দ্বিগুন হবে আরএন স্পিনিংয়ের উৎপাদন

rn spinনিজস্ব প্রতিবেদক :

বস্ত্র খাতের কোম্পানি আর.এন স্পিনিং কটন প্লান্টের মাধ্যমে উৎপাদন শুরু করতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। আর এই প্লান্টের মাধ্যমে কোম্পানিটির সুতা উৎপাদন দ্বিগুণ বাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নতুন প্লান্টের মাধ্যমে অতিরিক্ত ২০ হাজার ৮৮০ স্পিন্ডেলস সুতা উৎপাদন করতে পারবে। আর মোট উৎপাদন দাঁড়াবে ৪১ হাজার ৪০ স্পিন্ডেলসে।

এ প্লান্ট দৈনিক ১১ টন সুতা উৎপাদন করবে। ফলে কোম্পানির মোট দৈনিক উৎপাদন দাঁড়াবে ২২ টনে; যা আগের তুলনায় দ্বিগুণ উৎপাদন বাড়বে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১০ সালে শেযারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *