‘কমনওয়েলথে শি-ট্রেডস’ প্রকল্প উদ্বোধন

161534_bangladesh_pratidin_IT_BDPস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) উদ্যোগে বাংলাদেশের মহিলা উদ্যোক্তাদের জন্য কমনওয়েলথে শি-ট্রেডস শীর্ষক প্রকল্প রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে।

আইটিসি দুই বছর মেয়াদি এ প্রকল্প সমন্বয় ও বাস্তবায়ন করবে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে আইটিসির সাথে একযোগে কাজ করবে বেসিস।

এ প্রকল্প সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন আইটিসির উইমেন অ্যান্ড ট্রেড প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার নিকোলাস শালাইফার, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ।

নারী উদ্যোক্তা এবং নারী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাণিজ্য, আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে সক্ষমতা, ব্যবসায়ের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে নিবিড় প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের (৩৮ মিলিয়ন মার্কিন ডলার) বিপণনের লক্ষ্যমাত্রা অর্জনে ৩০০০ নারী উদ্যোক্তার ক্ষমতায়নের লক্ষ্যে কাজে করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *