চার হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে গভর্নরের দাবি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশ থেকে চার হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।

মঙ্গলবার (৩১ জুলাই) ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চার হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছি। তাদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছি। এ বিষয়টি নিয়ে আরও খোঁজ-খবর নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *