চীনের ইরান থেকে তেল কেনা অব্যাহত : চিন্তায় আমেরিকা

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে চীন। এ ঘটনায় আমেরিকা মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউজ বারবার চীনকে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য সর্তক করছে।

গতমাসে আমেরিকা চীনের পাঁচজন ব্যবসায়ী এবং ছয়টি প্রতিষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে।

এরমধ্যে চীনের কস্কো শিপিং কর্পোরেশনের দুটি শাখা রয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ- তারা আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন পরিচালনা করছে।
ইরানের উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে চীন সবসময় নাকচ করে আসছে।

বেইজিং বলছে, এর মাধ্যমে আমেরিকা বলদর্পিতা চাপিয়ে দিয়েছে অথচ ইরানের সঙ্গে বাণিজ্য করার অধিকার তাদের বৈধ এবং আইন সম্মত।

চীনের ওপর চাপ প্রয়োগে সফল না হতে পেরে এখন আমেরিকা বেজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করছে যে, তারা জাহাজের ট্রান্সপোন্ডার বন্ধ করে রাখছে যাতে চীনা জাহাজগুলোর অবস্থান নির্ণয় করা না যায়। সূত্র : পার্সটুডে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *