ডিএসইতে সাপ্তাহিক লেনদেন ৮.২৮% বৃদ্ধি

dse‍‍‍‌‌নিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৮.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেন বাড়লেও কমেছে সব ধরনের মূল্য সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ৪ অক্টোবর হতে ৮ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৯৪ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৯৮৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭৪৯ কোটি ৮১ লাখ ৩ হাজার ৪২৪ টাকার শেয়ার। এই হিসেবে গত ৪ অক্টোবর হতে ৮ অক্টোবর পর্যন্ত লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে ৮.২৮ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টি কোম্পানির। আর দর কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৩১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ৩ দশমিক ০৯ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৩ দশমিক ৭০ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮৯ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক দশমিক ১.৫৬ শতাংশ বা ৭৫ পয়েন্ট কমে গত ৮ অক্টোবর অবস্থান করছে ৪৭৮১ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *