ডিএসইতে ২৭১ ও সিএসইতে ৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২২৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৭১ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫টির, আর দর অপরিবর্তিত আছে ২২৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আমরা নেটওয়ার্কস, মুন্নু সিরামিকস, জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ফার্মা, ইষ্টার্ণ হাউজিং, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪১.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ২১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এইচআর টেক্সটাইল ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *