ডিএসইতে ৩০ মিনিটে ৫’শ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১০টা পর্যন্ত আধা ঘণ্টায়  ডিএসইতে  ৫০৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতা রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২২টি কোম্পানির। আর দর কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৬২ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার  ৯৮ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *