ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ১৭ জানুয়ারি

palasticsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানী ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী (১৭ জানুয়ারি) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৯। এ মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (১৪ জানুয়ারি) পুরানা পল্টনের বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন আন্তর্জাতিক প্লাস্টিক মেলার তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন, ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ এবং শামীম আহমেদসহ বর্তমান ও সাবেক নেতারা।

বিপিজিএমইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, প্লাস্টিক শিল্পের সবাইকে এক ছাদের নিচে এনে পরিচিত করার পাশাপাশি সবাইকে প্লাস্টিক পণ্যগুলো তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।

লিখিত বক্তব্য বলা হয়, চার দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হোটেল রেডিসনে এ মেলার উদ্বোধন ও মেলা পর্যবেক্ষণ করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *