তিন শর্তে পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

khulna-pic-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন শর্তে খুলনায় পাটকল শ্রমিকদের চলমান আন্দোলন কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। একই সাথে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসন, বিজেএমসি ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, চলতি সপ্তাহের মধ্যে বকেয়া দুই সপ্তাহের মজুরি প্রদান, আগামী সপ্তাহের মধ্যে পুরো বকেয়া মজুরি প্রদান ও বুধবার কর্মরত শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়নের পে-স্লিপ প্রদানের শর্তে আন্দোলন স্থগিত করা হয়।

ওই বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় খুলনা শ্রম অধিদপ্তরের যুগ্ম পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, বিজেএমসি লিয়াজোঁ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন, আহবায়ক মুরাদ হোসেন, পাটকল সিবিএ-নন সিবি ঐক্য পরিষেদের নেতা সোহরাব হোসেন, খলিলুর রহমান, শাহনাজ পারভীনসহ ৯টি পাটকলের প্রকল্প প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *