দুদিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট শুরু হচ্ছে ২৮ নভেম্বর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট (আইআইএস) ২০২১। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন। দেশের সম্ভাব্য খাতের সম্ভাবনাগুলো তুলে ধরে বিদেশী বিনিয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য।

সরাসরি ও ভার্চুয়াল, দুইভাবে এ সম্মেলনে যুক্ত হবেন অংশগ্রহণকারীরা। সম্মেলনের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও অংশ নেবেন খাতসংশ্লিষ্ট দেশী-বিদেশী অতিথিরা।

দুইদিনের সম্মেলনে প্রতিদিনই একটি সেশন থাকবে, যেখানে ১১টি সম্ভাব্য খাতের সম্ভাবনাগুলো নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন। দ্বিতীয় দিনে একটি টেকনিক্যাল সেশনও থাকবে। সংশ্লিষ্ট সেক্টরের মন্ত্রী ও পরামর্শকরা এতে মূল বক্তব্যগুলো তুলে ধরবেন। সেখানে এসব খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হবে।

আইআইএস ২০২১-এর মূল উদ্দেশ্য বাংলাদেশকে বিশ্বের দরবারে সবচেয়ে লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে পরিচিত করা। দুইদিনের সম্মেলনে বাংলাদেশকে বেসরকারি বিনিয়োগ ও সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) জন্য একটি আদর্শ ক্ষেত্র হিসেবে তুলে ধরা হবে।

এ সম্মেলনের মূল লক্ষ্য থাকবে নীতি পরিবর্তনের অগ্রগতি প্রদর্শন ও বেসরকারি খাতের ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত, পরিকল্পিত বিনিয়োগ বৃদ্ধির জন্য বরাদ্দ রাখা জমি বা ইপিজেডের মতো ক্ষেত্র, পার্ক ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রস্তুতি প্রদর্শন, বিনিয়োগকারীদের কাছে বড় ও বর্ধনশীল বিনিয়োগ বাজার তুলে ধরা। কভিড-১৯ মহামারীর প্রতিকূলতার পরও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও দ্রুত পুনরুদ্ধার প্রদর্শন করা। এছাড়া সম্ভাব্য বিনিয়োগ প্রতিশ্রুতিতে সরকার কী পরিমাণ সমর্থন দিচ্ছে সেটিও জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *