দেশে প্রথমবারের মতো অটো বিলিং গ্যাস ফিলিং স্টেশন চালু

thস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে প্রথমবারের মতো অটো বিলিং সিস্টেমসহ অটো গ্যাস ফিলিং স্টেশন চালু করা হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এই স্টেশন চালু করা হয়। সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ও ডিএস বিজনেস পয়েন্ট যৌথভাবে এই স্টেশনটি নির্মাণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘অটো বিলিং সিস্টেম চালুর মাধ্যমে এই প্রথম সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা আসছে।’ এজন্য মেঘনা পেট্রোলিয়ামকে ধন্যবাদ দিয়েছেন প্রতিমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে মেঘনার ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ খালেদ, বিস্ফোরক পরিদফতরের প্রধান শামসুল আলম, মেঘনা পেট্রোলিয়ামের পরিচালক ইশতিয়াক আহমেদ শিমুল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই ফিলিং স্টেশনে অটোগ্যাস নেওয়ার সময় অটো স্লিপে বিলিং এর জন্য একটি ডিস্পেন্সিং ইউনিট স্থাপন করেছে। ইতালির তৈরি এই ডিসপেন্সিং ইউনিটের দাম ১২ লাখ টাকা।এই ফিলিং স্টেশনের অটো গ্যাসের দাম ধরা হয়েছে লিটার প্রতি ৫০ টাকা। গাড়িগুলোয় এই গ্যাস ব্যবহার করতে কনভারশন করতে হবে। এর খরচও খুব বেশি নয়। বর্তমানে ঢাকায় ৪টি অটোগ্যাস ফিলিং স্টেশন আছে।

বিস্ফোরক পরিদফতরের প্রধান শামসুল আলম বলেন, ‘অটোগ্যাস সিএনজির চেয়ে নিরাপদ। ফলে এই গ্যাসের ব্যবহার বাড়ানো দরকার।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *