পাকিস্তানকে ১৯৫ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পাকিস্তানের জন্য ১৯৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা পরিষদ। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ও জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে ভোক্তাদের সেবার মান বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।

বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, অধিক কার্যকরভাবে বিদ্যুৎ সরবরাহ এবং বৈদ্যুতিক গ্রিডে নির্ভরতা বৃদ্ধিতে ব্যবস্থাপনা উন্নত করার জন্য কোম্পানিগুলোকে সহায়তা করবে দ্য ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইডিইআইপি)।

এর লক্ষ্য হলো কম খরচে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, লোকসান কমানো এবং প্রযুক্তি, তথ্য সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে কর্মকাণ্ড আধুনিকায়ন করা। এই প্রকল্প বিনিয়োগ করবে জলবায়ু পরিবর্তন সহনীয় অবকাঠামো। বিশেষ করে গ্রিড স্টেশন এবং সরবরাহ লাইনে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *